শিরোনাম
◈ জাতিসংঘসহ ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ◈ পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনেই শীর্ষ পদে শিবির প্রার্থীদের জয়ের কারণ কী? ◈ এনআইডি সংশোধন চালু নিয়ে নতুন সিদ্ধান্ত ◈ গাজীপুরে ঝুটের আগুন ছড়িয়েছে ১০ গুদামে, ৩ ঘণ্টাতেও আসেনি নিয়ন্ত্রণে (ভিডিও) ◈ আমরা খেলব, কিন্তু ভারতের বাইরে খেলব: পররাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ চিকিৎসা খরচ কমাতে বড় পদক্ষেপ সরকারের ◈ যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড আরোপ দুঃখজনক হলেও অস্বাভাবিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা ◈ হাসনাতের আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল: চেম্বার আদালতের রায় ◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক কি পুনর্গঠন হবে? : ফরেন পলিসির বিশেষ প্রতিবেদন ◈ ধর্মঘট প্রত্যাহার, এলপি গ্যাস বিক্রি শুরু

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ০৩:৪৩ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ০৩:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় ডেঙ্গুজ্বরে যুবকের মৃত্যু 

ফয়সাল চৌধুরী : কুষ্টিয়ায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রাব্বি সর্দার (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 

রাব্বি কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামের রাজা সর্দার ছেলে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। রাব্বির চাচা ইউপি সদস্য বাবু সর্দার জানান, বেশ ক'দিন ধরে রাব্বি জ্বরে আক্রান্ত ছিলেন।

জ্বরে আক্রান্ত হলে প্রথমে তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে বলে জানান। পরে বুধবার বিকালে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আএমও) আশরাফুল  আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাব্বি নামে একজন  মারা গেছেন।

তিনি গতকাল রাতে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন।তার ব্লেডিং হচ্ছিল। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১০ টায় তিনি মৃত্যুবরণ করেন।

বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন অবস্থায় আছেন। আমরা তাদের সেবা দিয়ে যাচ্ছি। এ পর্যন্ত হাসপাতালে ৫২ জন ডেঙ্গু আক্রান্ত রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। সম্পাদনা: আল আমিন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়