শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ০৩:৪৩ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ০৩:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় ডেঙ্গুজ্বরে যুবকের মৃত্যু 

ফয়সাল চৌধুরী : কুষ্টিয়ায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রাব্বি সর্দার (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 

রাব্বি কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামের রাজা সর্দার ছেলে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। রাব্বির চাচা ইউপি সদস্য বাবু সর্দার জানান, বেশ ক'দিন ধরে রাব্বি জ্বরে আক্রান্ত ছিলেন।

জ্বরে আক্রান্ত হলে প্রথমে তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে বলে জানান। পরে বুধবার বিকালে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আএমও) আশরাফুল  আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাব্বি নামে একজন  মারা গেছেন।

তিনি গতকাল রাতে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন।তার ব্লেডিং হচ্ছিল। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১০ টায় তিনি মৃত্যুবরণ করেন।

বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন অবস্থায় আছেন। আমরা তাদের সেবা দিয়ে যাচ্ছি। এ পর্যন্ত হাসপাতালে ৫২ জন ডেঙ্গু আক্রান্ত রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। সম্পাদনা: আল আমিন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়