শিরোনাম
◈ দেশে ভালো কোনো প্রতিষ্ঠান নেই, ব্যাংক খাতের ৮০% অর্থ নিয়ে গেছে: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ◈ চাঁদাবাজির অভিযোগে আটক পাঁচ নেতাকে স্থায়ী বহিষ্কার ◈ ওজন কমাতে র‍্যাব কর্মকর্তাকে যে উপদেশ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ইভেন্টে ঝুঁকি, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ ◈ মানব বীর্য প্লাজমার প্রতিক্রিয়ায় লিথুয়ানিয়ান নারীর গর্ভধারণে ব্যর্থতা! ◈ মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা ◈ নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত ও নদ-নদীর পানি বৃদ্ধি: কিছু জেলায় আবারও বন্যার শঙ্কা ◈ বিমানবন্দর থেকেই আরও ৮০ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া ◈ গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, হাতেনাতে ৫ জন গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিয়ন্ত্রণ হারিয়ে দর্শক গেলারিতে বাস, নিহত ১ আহত ৪

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৫, ১২:৩৯ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতে ভালো ঘুমের জন্য যে ৩ খাবার রাখা জরুরি

খাদ্য ও ঘুম একটির সঙ্গে অন্যটি সম্পর্কযুক্ত। আবার শরীরকে সুস্থ রাখতেও কাজ করে খাবার ও ঘুম। তাই বিশেষজ্ঞরা বলছেন, রাতে ভালো ঘুমের জন্য নিয়মিত ডায়েট লিস্টে নির্দিষ্ট কিছু খাবার রাখা জরুরি। বিজ্ঞান বলছে, কিছু নির্দিষ্ট খাবার শরীরে এমন উপাদান তৈরি করে যা আমাদের ঘুমাতে সাহায্য করে।

কলা

কলা ম্যাগনেশিয়াম, পটাসিয়াম এবং ট্রিপটোফ্যান সমৃদ্ধ। এই উপাদানগুলো মাংসপেশি শিথিল করে এবং সেরোটোনিন ও মেলাটোনিন নামক ঘুম-উৎপাদক হরমোনের মাত্রা বাড়ায়।

ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশনের মতে, ট্রিপটোফ্যান স্নায়ু শান্ত করে এবং ঘুমের প্রক্রিয়া শুরু করে।

দুধ

গরম দুধে ট্রিপটোফ্যান থাকে, যা ঘুম বাড়াতে সাহায্য করে। দুধে থাকা ক্যালসিয়াম মেলাটোনিন উৎপাদনে সাহায্য করে। রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধ খেলে ঘুম দ্রুত আসতে পারে।

স্লিপ মেডিসিন রিভিউ পত্রিকায় প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, দুগ্ধজাত খাবার ঘুমের মান বাড়াতে পারে।

বাদাম, বিশেষ করে কাঠবাদাম

বাদামে থাকে ম্যাগনেশিয়াম, যা শরীরকে শান্ত করে এবং ঘুমের জন্য সহায়ক মেলাটোনিন তৈরি করতে সাহায্য করে। ম্যাগনেশিয়ামের ঘাটতি ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে।

জার্নাল অব রিসার্চ ইন মেডিকেল সায়েন্সেস-এ প্রকাশিত গবেষণায় দেখা গেছে, ম্যাগনেশিয়াম সাপ্লিমেন্ট নেওয়ার ফলে ঘুমের মান উন্নত হয়।

তবে মনে রাখবেন, নিয়মিত ব্যায়াম করার অভ্যাস আপনাকে সুস্থ থাকতে সাহায্য করে। মানসিক অবসাদও দূর করে। রাতে ভালো ঘুম গভীর হতেও কাজ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়