শিরোনাম
◈ মূল্যস্ফীতির লাগাম টানতে কড়াকড়ি, বিনিয়োগ বাড়াতে ভারসাম্যের খোঁজে বাংলাদেশ ব্যাংক ◈ গভীর সমুদ্রে মাছ আহরণের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ.লীগের নতুন পরিকল্পনা হাসিনাকে দেশে ফেরাতে, ঢাকায় প্রশিক্ষণ ◈ সাপুড়ের প্রাণ নেয়া সাপটিকে কাচা চিবিয়ে খেয়ে নিলো আরেক সাপুড়ে ◈ লুইস ‌দিয়াস লিভারপুল ছেড়ে দি‌লেন, চার বছরের চুক্তিতে ঢুক‌লেন বায়ার্নে মিউ‌নি‌খে ◈ রাষ্ট্র মেরামত ও সুশাসন প্রতিষ্ঠার সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না: আইন উপদেষ্টা  ◈ দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ ব্লগার অভিজিৎ রায় হত্যা: জামিন পেলেন সাজাপ্রাপ্ত আসামি ফারাবী ◈ প্রথম পর্বে ৬২ বিষয়ে ঐকমত্যে রাজনৈতিক দলগুলো, তালিকা প্রকাশ করলো কমিশন ◈ জামায়াত আমিরের হার্টে তিনটি ব্লক, বাইপাস সার্জারির সিদ্ধান্ত

প্রকাশিত : ১১ জুন, ২০২৫, ০৭:৪৪ বিকাল
আপডেট : ১৯ জুলাই, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একদিনে ডেঙ্গুতে ২৮৮ জন ভর্তি, মৃত্যু শূন্য থাকলেও উদ্বেগ বাড়ছে

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায়  হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮৮ জন। তবে এ সময়ে কারও মৃত্যু হয়নি। বুধবার (১১ জুন) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। 

স্বাস্থ্য অধিদফতর জানায়, মঙ্গলবার (১০ জুন) সকাল ৮টা থেকে বুধবার (১১ জুন) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৫ হাজার ৩০৩ জন। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, হাসপাতালে ভর্তি হওয়া ২৮৮ জনের মধ্যে বরিশাল বিভাগে ২৬১ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২ জন, ময়মনসিংহ বিভাগে দুজন ও রাজশাহী বিভাগে একজন। 

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ২৬৪ জন আর এখন পর্যন্ত হাসপাতাল ছেড়েছেন ৪ হাজার ৮৩২ জন। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৩ জনের।

মারা যাওয়া ২৩ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেই মারা গেছেন ১৩ জন। এছাড়াও বরিশাল বিভাগে তিন জন, চট্টগ্রাম-খুলনা বিভাগে দুজন করে, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা বিভাগ ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়