শিরোনাম
◈ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ ◈ বিল পরিশোধ, দীর্ঘদিন পর দায় মুক্ত পেট্রোবাংলা! ◈ নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ ◈ ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- বক্তব্যটি হাসিনার: প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে হামলা গ্রেপ্তার ৫ ◈ জামিন স্থগিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ◈ চট্টগ্রা‌মে মিরাজ তাণ্ডব, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ ◈ উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ◈ সম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার ◈ নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোটে আগ্রহী নয় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৫, ০২:৩২ রাত
আপডেট : ০৯ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন প্রযুক্তি উদ্ভাবন ক্যানসার কোষকে স্বাভাবিক কোষে পরিণত করার 

বর্তমানে ক্যানসার চিকিৎসায় আক্রান্ত কোষগুলো ধ্বংস করা হয়। এবার ক্যানসারের কোষগুলোকে ধ্বংস না করে তাদের পরিবর্তন করে কোলন কোষগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার প্রযুক্তি উদ্ভাবন করেছে দ্য কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কেএআইএসটি)।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির বায়ো অ্যান্ড ব্রেইন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক কোয়াং-হিউন চো এর নেতৃত্বে একটি গবেষণা দল এই প্রযুক্তি উদ্ভাবন করেছে।

জানা গেছে, এই যুগান্তকারী প্রযুক্তি প্রয়োগে ক্যানসার চিকিৎসায় গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া থেকে বাঁচা যাবে। এই গবেষণার ফলাফল ‘বায়োরিভার্ট’ কোম্পানিতে স্থানান্তরিত হবে এবং এটি ব্যবহার করে ক্যানসার রিভার্স থেরাপির উন্নয়নের কাজ শুরু হবে।

প্রফেসর কুয়াং-হিউন চো বলেছেন, ‘ক্যানসার কোষকে আবার স্বাভাবিক কোষে পরিণত করা একটি চমকপ্রদ ঘটনা। এই গবেষণা প্রমাণ করে যে, ক্যানসার কোষকে ধাপে ধাপে স্বাভাবিক কোষে পরিণত করা সম্ভব।’

তিনি বলেন, ‘এই গবেষণা ক্যানসার কোষকে স্বাভাবিক কোষে পরিণত করার মাধ্যমে, রিভার্স ক্যানসার থেরাপির একটি নতুন ধারণা উপস্থাপন করেছে। এটি স্বাভাবিক কোষের পরিবর্তনের প্রক্রিয়াকে বিশ্লেষণ করে ক্যানসার রিভার্স থেরাপির জন্য লক্ষ্য নির্ধারণে সহায়তা করবে।’ উৎস: আরটিভি অনলাইন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়