শিরোনাম
◈ পুলিশের ৯ কর্মকর্তাকে যে কারণে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ প্রবাসীদের কল্যাণে মালদ্বীপে হাইকমিশনের নতুন উদ্যোগ ◈ দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ, রপ্তানির অনুমোদন পেলো ৩৭ প্রতিষ্ঠান ◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে ◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২২, ০৫:১৭ বিকাল
আপডেট : ০৭ জুলাই, ২০২২, ০৫:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গবেষণার জন্য অনুদান পেলেন বিএসএমএমইউ’র ৪৭ গবেষক

বিএসএমএমইউ’র ৪৭ গবেষক

শাহীন খন্দকার: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ৪৭ জন গবেষককে ১ কোটি ৭১ লক্ষ ৫৭ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে। বৃহস্পতিবার শহীদ ডা. মিল্টন হলে বরাদ্দকৃত অর্থের ৬০ শতাংশ গবেষকদের হাতে তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বিএসএমএমইউতে গবেষকদের যথেষ্ট কাজ করার সুযোগ রয়েছে। গবেষণার কাজে বর্তমান প্রশাসন বরাদ্দ ও বাড়িয়েছে।

তিনি বলেন, প্রয়োজনে বরাদ্দ আরো বাড়ানো হবে। তবু গবেষকদের গবেষণা বৃদ্ধি পাক এটি বর্তমান প্রশাসন চায়। গবেষকদের জন্য বর্তমানে সর্বোচ্চ ১০ লক্ষ বরাদ্দ করার বিধান রয়েছে। গবেষণার সুবিধার্থে আমরা এ সীমা বাড়ানোর বিষয়ে একাডেমিক কাউন্সিল, সিন্ডিকেটে সুপারিশ করব। আশা করি রোগীদের সেবার কথা ভেবে সবাই তা অনুমোদন করবে।

তিনি গবেষকদের বরাদ্দকৃত অর্থ ব্যয়ের বিষয়ে সতর্ক করে দিয়ে বলেন, বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার চাই। অর্থের সুষ্ঠু ব্যবহার করাও গবেষণার অন্যতম একটি কাজ। গবেষণা কাজ শেষে অর্থের হিসাবও জমা দিতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান। ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক অনুষদের ডিন অধ্যাপক ডা. শিরিন তরফদার, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহীন আকতার প্রমুখ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়