শিরোনাম
◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন ◈ যে কারণে জোরপূর্বক লাখ লাখ আফগান শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে ইরান!

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ০৫:২০ বিকাল
আপডেট : ০৫ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএসএমএমইউতে ২৮ বিভাগে নতুন চেয়ারম্যান নিয়োগ

শাহীন খন্দকার: [২] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ২৮টি বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে। বিএসএমএমইউ’র (সংশোধন) আইন, ২০১২ এর ১১ ধারায় বিশ্ববিদ্যালয় আইন ১৯৯৮ সালের (১নং আইন) প্রতিস্থাপিত ২৭ (২) ধারা অনুয়ায়ী  বৃহস্পতিবার (১০ জুলাই) থেকে পরবর্তী ৩ বছরের জন্য উপাচার্য অধ্যাপক ডা. দীন  মোঃ নূরুল হক এই নিয়োগ প্রদান করেছেন। 

[৩] বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা প্রশান্ত মজুমদার এতথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানিয়েছেন,নিয়োগ প্রাপ্ত চেয়ারম্যানরা  হলেন, মেডিসিন অনুষদ থেকে এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. ফরিদ উদ্দিন, নেফ্রোলজি বিভাগে অধ্যাপক ডা. এ এইচ হামিদ আহম্মদ, মনোরোগবিদ্যা বিভাগে অধ্যাপক ডা. মো. মহসিন আলী শাহ, রিউমাটোলজি বিভাগে অধ্যাপক ডা. আবু শাহীন, হেপাটোলজি বিভাগে অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, হেমাটোলজি বিভাগে অধ্যাপক ডা. মো. রফিকুজ্জামান খান এবং প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. একেএম মতিউর রহমান ভুঞা।

[৪] শিশু অনুষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন শিশু হেমাটোলজি এন্ড অনকোলজি বিভাগে অধ্যাপক ডা. মো. গোলাম হাফিজ, নিওন্যাটোলজি বিভাগে অধ্যাপক ডা. মো. আব্দুল মান্নান এবং শিশু নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডা. রনজিত রঞ্জন রায়। সার্জারি অনুষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সার্জিক্যাল অনকোলজি বিভাগে অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, জেনারেল সার্জারি বিভাগে অধ্যাপক ডা. মো. ইব্রাহীম সিদ্দিক এবং হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়েটিক এন্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি বিভাগে অধ্যাপক ডা. বিধান চন্দ্র দাস, কলোরেক্টাল সার্জারি বিভাগে অধ্যাপক ডা. মোঃ আবু তাহের, অবসটেটিক্স এন্ড গাইনোকোলজি বিভাগের অধ্যাপক ডা. ফাহমিদা জাবিন, ইউরোলজি বিভাগে অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, কার্ডিয়াক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. আসলাম হোসেন, অটোল্যারিংগোলজি হেড এন্ড নেক সার্জারি বিভাগে অধ্যাপক ডা. এ এইচ এম জহুরুল হক সাচ্চু, শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. সুশংকর কুমার মন্ডল এবং ভাসকুলার সার্জারি বিভাগে ডা. মোঃ সাইফ উল্লাহ খান। বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ফার্মাকোলজি বিভাগে অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

[৫]এনাটমি বিভাগে অধ্যাপক ডা. নাহিদ ফারহানা আমিন, ল্যাবরেটরি মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম, ফিজিওলজি বিভাগের অধ্যাপক ডা. তাসকিনা আলী এবং ভাইরোলজি বিভাগের অধ্যাপক ডা. মুনিরা জাহান। ডেন্টাল অনুষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থোডনটিক্স বিভাগে অধ্যাপক ডা. গাজী শামীম হাসান, ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে অধ্যাপক ডা. মাহমুদা আক্তার এবং প্রস্থোডনটিক্স বিভাগের অধ্যাপক ডা. মো. আমজাদ হোসেন। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়