শিরোনাম
◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের ◈ এ‌শিয়া কা‌পে ওমানকে হারা‌লো আরব আমিরাত ◈ বাংলাদেশ দলের বিরু‌দ্ধে আমা‌দের চ্যালঞ্জ নি‌য়ে খেল‌তে হ‌বে: আফগানিস্তান কোচ ◈ বাংলাদেশি পাসপোর্ট সহ টিউলিপের ট্যাক্স ফাইলের খোঁজ পেয়েছে এনবিআর

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২২, ০৪:৪২ দুপুর
আপডেট : ০৪ জুলাই, ২০২২, ০৮:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

থ্রোট ডিপথেরিয়া বাংলাদেশের জন্য আতঙ্কজনক নয়: ডা. লেলিন চৌধুরী

ডা. লেলিন চৌধুরী

ভূঁইয়া আশিক রহমান: থ্রোট ডিপথেরিয়া ব্যাকটেরিয়াজনিত ইনফেকশন। গলা ও টনসিলে মারাত্মকভাবে ক্ষত তৈরি করে। ডিপথেরিয়ায় আক্রান্তদের গলায় রাতারাতি একটি ধূসর-সাদা পাতলা আস্তরণ তৈরি হয়ে যায়। যা কোনো খাদ্যবস্তু চিবিয়ে ও গিলে খেতে সমস্যা তৈরি করে। নিঃশ্বাস নিতেও সমস্যা হয় আক্রান্তের। খুব সম্প্রতি অস্ট্রেলিয়ায় দুই শিশুর শরীরে এই রোগ শনাক্ত হয়েছে। এই শতাব্দীতে  এ রোগে আক্রান্ত হওয়ার প্রথম ঘটনা এটি। এ নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক বিরাজ করছে। 

থ্রোট ডিপথেরিয়া ইনফেকশন বা রোগ কি আমলেই মারাত্মক কোনো রোগ?  জানতে চাইলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বলেন, থ্রোট ডিপথেরিয়ায় আক্রান্ত হলে শিশুদের গলায় ইনফেকশন হয়। যা বড়দেরও হতে পারে। কাশিও হয়। ঠিকমতো চিকিৎসা না হলে মারাও যেতে পারেন রোগী। 

তিনি বলেন, ডিপথেরিয়া মারাত্মক সংক্রামক রোগ। কিন্তু আমাদের দেশে যে ছয়টি টিকা দেওয়া হয় বাচ্চাদের, এর মধ্যে ডিপথেরিয়ার টিকাটাও থাকে। যে কারণে আমাদের শিশুদের মধ্যে এই রোগ কম দেখা যায়। ডিপথেরিয়া বাতাসের মাধ্যমে সংক্রমণ ছড়ায়। এটা বায়ুবাহিত রোগ। এই রোগ হলে গলায় মারাত্মক ক্ষত সৃষ্টি করে। 

থ্রোট ডিপথেরিয়া বাংলাদেশের জন্য আতঙ্কজনক নয়, সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, ডিপথেরিয়া আমাদের জন্য বড় কোনো থ্রেট নয়। তবে সবসময় সচেতন থাকতে হবে। সতর্ক থাকতে হবে অবশ্যই। তাহলে ঝুঁকির মাত্রা কমে আসবে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়