শাহীন খন্দকার: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন একজন। এই মাসের প্রথম তিনদিনে আক্রান্ত হয়েছেন ১১৩ জন।
রোববার (৩ জুলাই) স্বাস্থ্য অধিপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া তথ্য থেকে এসব জানা যায়। আক্রান্তদের মধ্যে ৩২ জনই ঢাকার এবং বাকি ১০ জন ঢাকার বাইরে অবস্থান করছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৩৩ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে শুধু ঢাকায় ১১৮ জন এবং ঢাকার বাইরে ১৫ জন ভর্তি আছেন। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১ হাজার ২০২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, আর ছাড়া পেয়েছেন এক হাজার ৬৮ জন।