শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২২, ০৭:০১ বিকাল
আপডেট : ০৬ জুলাই, ২০২২, ০৭:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পলাশে ভর্তূকিতে কৃষি যন্ত্রপাতি বিতরণ

কৃষি যন্ত্রপাতি বিতরণ


বাইজিদ আহম্মেদ : নরসিংদীর পলাশে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ ( এনএটিপি -২) প্রকল্পের আওতায় উপজেলার কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে । বুধবার বিকালে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ৭০ % ভর্তূকিতে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার কৃষকদের মাঝে এসব কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

উপজেলা কৃষিবিদ আবু নাহিদ এসএ সিদ্দিকীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদারসহ কৃষি সস্প্রসারণ অফিসার ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চরসিন্দুর ইউনিয়নের চরআলীনগর গ্রামের ২০ সদস্যের কৃষক দল যন্ত্রপাতি কিনতে যোগান দেয় ১ লক্ষ ৬৬ হাজার টাকা আর এনএটিপি-২ প্রকল্প সরবরাহ করে ৩ লক্ষ ৮৭ হাজার টাকা। ৫ লক্ষ ৫৩ হাজার টাকার এই উপ প্রকল্পে সিআইজি কৃষক দলটি কেনে দুইটি পাওয়ার টিলার এবং দুইটি কৃষি পণ্যবাহী নসিমন গাড়ি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়