জেরিন আহমেদ: [২] বঙ্গোপসাগরে যে লঘুচাপের সৃষ্টি হয়েছিলো, তার রেশ এখনও কাটেনি। ফলে দেশের দক্ষিণ, দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। পাশাপাশি সারাদেশে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
[৩] বৃষ্টিপাতের বিষয়ে পূর্বাভাসে জানানো হয়, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
[৪] রোববার দেশের আট বিভাগেই বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টির প্রবণতা বেশি সিলেটে। রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৯৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় সামান্য বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
[৫] এছাড়া বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসেও বৃষ্টির সম্ভাবনার কথায় বলা হয়েছে। পূর্বাভাসে বলা হয়, সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।
জেএ/জেএ