শিরোনাম
◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প মোকাবিলায় জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয় ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন দায়িত্বে নতুন এসপিদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ◈ ইসির নিবন্ধন সার্টিফিকেট পেলো এনসিপি, প্রতীক ‘শাপলা কলি’ ◈ ক্লাসে না ফিরলে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ◈ ইসিকে তফসিল ঘোষণায় সময়সুবিধা বিবেচনার আহ্বান নাহিদ ইসলামের ◈ র‌্যাং‌কিং‌য়ের সেরা আটে মোস্তাফিজ, রিশাদ-ইমন-সাইফদের উন্ন‌তি ◈ ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব, খেল‌বে লাতিন বাংলা সুপার কাপ

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ০২:৪০ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুয়াকাটায় পর্যটন দিবস উপলক্ষে তিন দিনব্যাপী উৎসব

জাকারিয়া জাহিদ, কুয়াকাটা: [২] আগামীকাল বুধবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কুয়াকাটায় তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করেছে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন এবং কুয়াকাটা পৌরসভা। 

[৩] কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন (কুটুম) এর ব্যবস্থাপনায় বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কুয়াকাটা সৈকতের ট্যুরিজম পার্ক সংলগ্ন এলাকায় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন চলবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে কুয়াকাটা শিল্পীগোষ্ঠী পরিবেশনাসহ দেশবরেণ্য শিল্পীরা অংশগ্রহণ করবেন। 

[৪] উক্ত অনুষ্ঠানে সহযোগীতায় আছেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়ন ও কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন।

[৫] এদিকে, বিশ্ব পর্যটন দিবস ও তিনদিন সরকারি ছুটি উপলক্ষে কুয়াকাটার সব হোটেল-মোটেলের ৮০ শতাংশ হোটেল মোটেল কক্ষ অগ্রিম বুকিং হয়ে গেছে। 

[৬] হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন সাধারণত সম্পাদক মো. মোতালেব শরীফ জানান, পর্যটন দিবস ও তিন দিন সরকারি ছুটি উপলক্ষে হোটেল মোটেলের প্রায় রুমই বুক হয়ে গেছে। আমরা হোটেল কর্তৃপক্ষ পর্যটকদের নিরাপত্তা জোরদার করেছি।

[৭] কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের ওসি হাসনাইন পারভেজ জানান, আশা করছি পর্যটন দিবসে এবং সরকারি তিন দিনের ছুটিকে কেন্দ্র করে ব্যাপক ট্যুরিস্টের আগমন ঘটবে। পর্যটকদের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি পর্যটন স্পটে আমাদের পুলিশ মোতায়েন আছে।

[৮] কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, আমরা পর্যটকদের সেবায় কুয়াকাটা পৌর প্রশাসন সার্বক্ষণিক নিয়োজিত আছি। আশা করছি আমাদের এ উৎসবের আয়োজন এবারের ছুটিতে ব্যাপক পর্যটকের সমাগম হবে।

[৯] কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, তিন দিনের ছুটিতে জেলা ও উপজেলা প্রশাসন এবং কুয়াকাটা পৌরসভাসহ কুয়াকাটায় পর্যটন ব্যবসায়ীরা মিলে উৎসবের উদ্যোগ নিয়েছে। পর্যটন দিবস ও টানা তিনদিনের সরকারি ছুটিতে কুয়াকাটায় আগত পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ, মহিপুর থানা ও উপজেলা প্রশাসন কয়েক ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়