শিরোনাম
◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’ ◈ অজিত দোভালের সঙ্গে ড. খালিলের সৌজন্য সাক্ষাৎ, আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা ◈ আওয়ামী লীগের ভবিষ্যৎ কোনদিকে, শেখ হাসিনার ফাঁসি হলে কি হবে? ◈ মিজানুর রহমান আজহারীর প্রার্থিতার ব্যাপারে যে তথ্য দিল জামায়াত ◈ সিন্ডিকেটের ঝুঁকি—মালয়েশিয়ার শর্ত শিথিলের অনুরোধ বাংলাদেশ সরকারের ◈ অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে কিনা, স্পষ্ট করলেন ফয়েজ তৈয়্যব ◈ মারিয়ানা ট্রেঞ্চে চীনের ভয়ঙ্কর আবিষ্কার, সমুদ্রের ১১ কিমি নিচে যা দেখল চীন, তা কল্পনারও বাইরে! (ভিডিও) ◈ আয়ারল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে বড় সংগ্রহের পথে বাংলাদেশ ◈ ভোটে প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহারে এনসিপির আপত্তি

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ০২:৪০ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুয়াকাটায় পর্যটন দিবস উপলক্ষে তিন দিনব্যাপী উৎসব

জাকারিয়া জাহিদ, কুয়াকাটা: [২] আগামীকাল বুধবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কুয়াকাটায় তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করেছে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন এবং কুয়াকাটা পৌরসভা। 

[৩] কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন (কুটুম) এর ব্যবস্থাপনায় বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কুয়াকাটা সৈকতের ট্যুরিজম পার্ক সংলগ্ন এলাকায় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন চলবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে কুয়াকাটা শিল্পীগোষ্ঠী পরিবেশনাসহ দেশবরেণ্য শিল্পীরা অংশগ্রহণ করবেন। 

[৪] উক্ত অনুষ্ঠানে সহযোগীতায় আছেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়ন ও কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন।

[৫] এদিকে, বিশ্ব পর্যটন দিবস ও তিনদিন সরকারি ছুটি উপলক্ষে কুয়াকাটার সব হোটেল-মোটেলের ৮০ শতাংশ হোটেল মোটেল কক্ষ অগ্রিম বুকিং হয়ে গেছে। 

[৬] হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন সাধারণত সম্পাদক মো. মোতালেব শরীফ জানান, পর্যটন দিবস ও তিন দিন সরকারি ছুটি উপলক্ষে হোটেল মোটেলের প্রায় রুমই বুক হয়ে গেছে। আমরা হোটেল কর্তৃপক্ষ পর্যটকদের নিরাপত্তা জোরদার করেছি।

[৭] কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের ওসি হাসনাইন পারভেজ জানান, আশা করছি পর্যটন দিবসে এবং সরকারি তিন দিনের ছুটিকে কেন্দ্র করে ব্যাপক ট্যুরিস্টের আগমন ঘটবে। পর্যটকদের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি পর্যটন স্পটে আমাদের পুলিশ মোতায়েন আছে।

[৮] কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, আমরা পর্যটকদের সেবায় কুয়াকাটা পৌর প্রশাসন সার্বক্ষণিক নিয়োজিত আছি। আশা করছি আমাদের এ উৎসবের আয়োজন এবারের ছুটিতে ব্যাপক পর্যটকের সমাগম হবে।

[৯] কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, তিন দিনের ছুটিতে জেলা ও উপজেলা প্রশাসন এবং কুয়াকাটা পৌরসভাসহ কুয়াকাটায় পর্যটন ব্যবসায়ীরা মিলে উৎসবের উদ্যোগ নিয়েছে। পর্যটন দিবস ও টানা তিনদিনের সরকারি ছুটিতে কুয়াকাটায় আগত পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ, মহিপুর থানা ও উপজেলা প্রশাসন কয়েক ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়