সুজিৎ নন্দী: সোমবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর পরিকল্পনা মন্ত্রণালয় চত্বরে বিশ্ব পরিবেশ দিবসে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি শেষে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের পক্ষ হতে এ ঘোষণা দেওয়া হয়।
অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেছেন, স্বাভাবিকভাবে একটি দেশে কমপক্ষে ২৫ শতাংশ বনভূমি প্রয়োজন। বাংলাদেশের প্রেক্ষাপটে সেটি আরও বেশি প্রয়োজন। কিন্তু নির্বিচারে গাছপালা কেটে উজাড় করে ফেলায় দেশের বনভূমি কমে ১০ শতাংশেরও নিচে এসে দাঁড়িয়েছে।
নেতৃবৃন্দ আরো বলেন, বিগত দুই বছরে সারাদেশে আমাদের সহকর্মীরা নানা প্রজাতির ৯ হাজার গাছ লাগিয়েছেন। তারই ধারাবাহিকতায় এ বছর বৃক্ষরোপণের এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ সময় সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল হাদী বলেন, এ বছর ৩১তম ব্যাচের চাকরিতে যোগদানের দশবছর পূর্তি হলো। তাই যোগদানের ১ দশককে মাইলফলক হিসেবে বিবেচনা করে এবার আমরা সংগঠনের পক্ষ হতে সারাদেশে ১০ হাজার বৃক্ষরোপণের সিদ্ধান্ত নিয়েছি। সারাদেশে আমাদের সহকর্মীরা শিক্ষা প্রতিষ্ঠান, নিজ নিজ অফিসের আঙিনায় এ গাছ লাগাবেন।
পরিকল্পনা বিভাগের সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য (কার্যক্রম বিভাগ) সত্যজিত কর্মকার এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব (বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ) আবুল কাশেম মো. মহিউদ্দিন অ্যাসোসিয়েশন আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
এ সময় কমিশন চত্বরে লিচু, আম, জাম, কাঁঠাল, সফেদা, হরতকিসহ বিভিন্ন প্রজাতির ৬৫টি ফলজ, ভেষজ ও ঔষধি গাছ লাগানো হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় দে সজল ছাড়াও এ সময় আহসান হাবিব জিতু, মোসাব্বের রহমান শুভ্র, সবুজ হাওলাদার, কবির জুয়েল, জাহাঙ্গীর আলম, সিফাতই জাহান, কারিমা আকতার, মাসুমা জান্নাত, এম এ বাশার, মোবারক হোসেন, মেহেদী মাসুদ ফয়সাল, নাজমা পারভীন, সুরাইয়া সুলতানা নিপু, মাহফুজুল ইসলাম, মেসবাউল হোসেন, আহসান সাগর উপস্থিত ছিলেন। সম্পাদনা: তারিক আল বান্না
এসএন/টিএবি/এনএইচ