শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৩, ০৭:৪৬ বিকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২৩, ১০:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রমোদতরী গঙ্গা বিলাস কলকাতায়, মঙ্গলবার আসবে বাংলাদেশে

প্রমোদতরী গঙ্গা বিলাস

এ্যানি আক্তার: ভারতের বিলাসবহুল প্রমোদতরী এমভি গঙ্গা বিলাস এখন কলকাতায়। উত্তর প্রদেশের বেনারস থেকে রওনা হয়ে ১৬ দিনের মাথায় গঙ্গা বিলাস শনিবার সন্ধ্যায় কলকাতার গঙ্গার তীরের মিলেনিয়াম পার্কের আইএম জেটিতে পৌঁছায়। তিন দিন কলকাতায় অবস্থান করে এই প্রমোদতরী মঙ্গলবার বাংলাদেশের উদ্দেশে রওনা হবে।  এখানে তরীটি দুই সপ্তাহ অবস্থান করার কথা রয়েছে। বাংলাদেশের বিভিন্ন এলাকা, নদনদী ও ঐতিহাসিক স্থান ঘুরবে এটি। তারপর বাংলাদেশ থেকে চলে যাবে শেষ গন্তব্য আসামের ডিব্রুগড়ে।

১৩ জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর প্রদেশের বারানসী থেকে ভার্চ্যুয়ালি এই প্রমোদতরী গঙ্গা বিলাসের আনুষ্ঠানিক যাত্রার সূচনা করেন। ৫১ দিনে এই ট্যুরে নদীপথে পাড়ি দেওয়া হবে ৩ হাজার ২০০ কিলোমিটার পথ। পার হবে দুই দেশের ২৭টি নদী ও ৫০টি পর্যটন কেন্দ্র। বিশ্বে নদীপথে এই যাত্রা দীর্ঘতম।

এই দীর্ঘতম যাত্রাপথে শনিবার কলকাতায় গঙ্গার জেটিতে নেমে প্রমোদতরির যাত্রীরা কাছের মৃৎশিল্প পাড়া কুমোরটুলি, ফুলের বড় বাজার মল্লিক ঘাট ও ঐতিহাসিক হাওড়া ব্রিজ দেখেন। এ সময় কথাও বলেন এলাকার লোকজনের সঙ্গে। রোববার ও সোমবার যাত্রীরা কলকাতার ঐতিহাসিক জাদুঘর, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, গড়ের মাঠ, কবিগুরু রবীন্দ্রনাথের জন্মভিটে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িসহ ঐতিহাসিক বিভিন্ন স্থান পরিদর্শন করবেন।

এই প্রমোদতরী উত্তর প্রদেশ, বিহার রাজ্য ঘুরে পশ্চিমবঙ্গের মালদহ, মুর্শিদাবাদ, নদীয়া হয়ে কলকাতায় এসেছে। প্রমোদতরীটিতে ৩২ জন সুইজারল্যান্ডের পর্যটক রয়েছেন। ৫১ দিনের জন্য একেকজন যাত্রীকে গুনতে হচ্ছে ২০ লাখ রুপি। সম্পাদনা: খালিদ আহমেদ


এএ/কেএ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়