শিরোনাম
◈ নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু ও তাঁর মাকে নিয়ে কটূক্তি করায় বিএনপি নেতা আটক ◈ যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে টর্নেডোর আঘাতে ২৩ জনের মৃত্যু ◈ আওয়ামী লীগকে এবার ইফতার পার্টি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর ◈ বাংলার সমৃদ্ধি ক্ষতিপূরণ পেল ২৩৭ কোটি টাকা ◈ আওয়ামী লীগের নেতৃত্বের ব্যর্থতায় ২৫ মার্চের গণহত্যা হয়েছিল: মির্জা ফখরুল ◈ দুবাইয়ে আরাভ খান আটক হওয়ার তথ্য জানা নেই: আইজিপি ◈ নারী অধিকার কর্মীদের প্রতি ‘কোমল’ মনোভাব দেখানোর জন্যে ১০ বিচারপতিকে মৃত্যুদণ্ড সৌদি সরকারের ◈ ছুটির দিনে আজ যে কারণে ব্যাংক খোলা ◈ একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের কাছে ক্ষতিপূরণ দাবি ◈ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে  সকলকে ভূমিকা রাখতে হবে : রাষ্ট্রপতি

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৩, ০৭:৪৬ বিকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২৩, ১০:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রমোদতরী গঙ্গা বিলাস কলকাতায়, মঙ্গলবার আসবে বাংলাদেশে

প্রমোদতরী গঙ্গা বিলাস

এ্যানি আক্তার: ভারতের বিলাসবহুল প্রমোদতরী এমভি গঙ্গা বিলাস এখন কলকাতায়। উত্তর প্রদেশের বেনারস থেকে রওনা হয়ে ১৬ দিনের মাথায় গঙ্গা বিলাস শনিবার সন্ধ্যায় কলকাতার গঙ্গার তীরের মিলেনিয়াম পার্কের আইএম জেটিতে পৌঁছায়। তিন দিন কলকাতায় অবস্থান করে এই প্রমোদতরী মঙ্গলবার বাংলাদেশের উদ্দেশে রওনা হবে।  এখানে তরীটি দুই সপ্তাহ অবস্থান করার কথা রয়েছে। বাংলাদেশের বিভিন্ন এলাকা, নদনদী ও ঐতিহাসিক স্থান ঘুরবে এটি। তারপর বাংলাদেশ থেকে চলে যাবে শেষ গন্তব্য আসামের ডিব্রুগড়ে।

১৩ জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর প্রদেশের বারানসী থেকে ভার্চ্যুয়ালি এই প্রমোদতরী গঙ্গা বিলাসের আনুষ্ঠানিক যাত্রার সূচনা করেন। ৫১ দিনে এই ট্যুরে নদীপথে পাড়ি দেওয়া হবে ৩ হাজার ২০০ কিলোমিটার পথ। পার হবে দুই দেশের ২৭টি নদী ও ৫০টি পর্যটন কেন্দ্র। বিশ্বে নদীপথে এই যাত্রা দীর্ঘতম।

এই দীর্ঘতম যাত্রাপথে শনিবার কলকাতায় গঙ্গার জেটিতে নেমে প্রমোদতরির যাত্রীরা কাছের মৃৎশিল্প পাড়া কুমোরটুলি, ফুলের বড় বাজার মল্লিক ঘাট ও ঐতিহাসিক হাওড়া ব্রিজ দেখেন। এ সময় কথাও বলেন এলাকার লোকজনের সঙ্গে। রোববার ও সোমবার যাত্রীরা কলকাতার ঐতিহাসিক জাদুঘর, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, গড়ের মাঠ, কবিগুরু রবীন্দ্রনাথের জন্মভিটে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িসহ ঐতিহাসিক বিভিন্ন স্থান পরিদর্শন করবেন।

এই প্রমোদতরী উত্তর প্রদেশ, বিহার রাজ্য ঘুরে পশ্চিমবঙ্গের মালদহ, মুর্শিদাবাদ, নদীয়া হয়ে কলকাতায় এসেছে। প্রমোদতরীটিতে ৩২ জন সুইজারল্যান্ডের পর্যটক রয়েছেন। ৫১ দিনের জন্য একেকজন যাত্রীকে গুনতে হচ্ছে ২০ লাখ রুপি। সম্পাদনা: খালিদ আহমেদ


এএ/কেএ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়