সেন্টমার্টিনগামী একটি জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর জেলা প্রশাসনের উদ্যোগে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করা হয়।
জেলা প্রশাসক এম এ মান্নান এতে সভাপতিত্ব করেন। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও ফিটনেস শতভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যাবে না।
এম এ মান্নান বলেন, সেন্টমার্টিনের পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে শনিবার রাতের মধ্যেই সচল থাকা সব জাহাজের ফিটনেস ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা পুনরায় পরীক্ষা করতে নৌপরিবহণ অধিদপ্তর, বিআইডাব্লিউটিএ ও ফায়ার সার্ভিসকে নির্দেশনা দেওয়া হয়েছে। অগ্নিনির্বাপণ ব্যবস্থার যাচাই পরীক্ষায় উত্তীর্ণ জাহাজই কেবল রবিবার থেকে সেন্টমার্টিনের উদ্দেশে যেতে পারবে।
যেসব জাহাজের যাত্রা বাতিল হবে, তাদের যাত্রীদের সুবিধার্থে জেলা প্রশাসন অনুমোদিত অন্যান্য জাহাজে সমন্বয় করে যাত্রার ব্যবস্থা করবে।
সভায় জানানো হয়, দি আটলান্টিক ক্রুজে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি সুপারিশ প্রদান করবে।
গতকাল শনিবার ভোর ৬টার দিকে কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে জাহাজ ‘দ্য আটলান্টিক ক্রুজ’ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছেন।