পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, টানা বৃষ্টিতে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় দেশের ৮ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, শনিবার (১৬ আগস্ট) আত্রাই নদীর পানি আত্রাই রেলওয়ে ব্রিজ পয়েন্টে (নওগাঁ) বিপৎসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে চট্টগ্রাম বিভাগে এবং উজানে ভারতের ত্রিপুরা প্রদেশে ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। এ অবস্থায় আগামী ৭২ ঘণ্টায় (শনিবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত) দেশের অভ্যন্তরে সিলেট ও রংপুর বিভাগে এবং উজানে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগের আত্রাই ও ছোট যমুনা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ ঘণ্টা এসব নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। পাশাপাশি এ সময়ে নওগাঁ জেলা সংলগ্ন আত্রাই নদীর পানি বিপৎসীমার উপরে অবস্থান করতে পারে এবং নদী-সংলগ্ন নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে পারে। তবে পরবর্তী দুইদিন নদীগুলোর পানি সমতল হ্রাস পেতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও জানিয়েছে, এদিকে গত ২৪ ঘণ্টায় গঙ্গা নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। তবে এ সময়ে পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী ৫ দিন গঙ্গা নদীর পানি সমতল হ্রাস পেতে পারে। তবে আগামী ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। ফলে এ সময়ে রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, মানিকগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ ও ঢাকা জেলার এই নদী-সংলগ্ন নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে। তবে পরবর্তী চারদিন পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি সমতল স্থিতিশীল ছিল এবং যমুনা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী ৩ দিন ব্রহ্মপুত্র নদের পানি সমতল স্থিতিশীল থাকতে পারে ও পরবর্তী দুইদিন হ্রাস পেতে পারে। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। তবে পরবর্তী চারদিন পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। অপরদিকে সুরমা নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী তিনদিন এসব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। এছাড়া গত ২৪ ঘণ্টায় মনু, ধলাই, খোয়াই নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে এবং পরবর্তী ২ দিন স্থিতিশীল থাকতে পারে।
অন্যদিকে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী ২ দিন তিস্তা নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে ও ধরলা, দুধকুমার নদীর পানি সমতল হ্রাস পেতে পারে। তবে তৃতীয় দিন এসব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। উৎস: যুগান্তর।