শিরোনাম
◈ নতুন বিপদের সতর্কতা: প্লেট লকড, জমছে শক্তি—বাংলাদেশে বড় ভূমিকম্প সময়ের ব্যাপার মাত্র ◈ ভূমিকম্পের পর সাগরের বুক চিড়ে যেভাবে জেগে উঠেছিল সেন্টমার্টিন দ্বীপ (ভিডিও) ◈ যেসব এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ◈ হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল ◈ হবু স্বামীর মৃত্যুর দেড় বছর পর সন্তানের জন্ম, মাত্র ৯টি শুক্রাণু নিয়ে ইসরাইলি চিকিৎসকের অবিশ্বাস্য সফলতা! ◈ আ. লীগের নেতাকর্মী ও সমর্থকরা কাকে ভোট দিবেন, নানা অলোচনা ◈ উগান্ডাকে হারিয়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালে ভারত ◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:২৫ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার বাফটা অ্যাওয়ার্ডস-এ দীপিকা

শিমুল চৌধুরী ধ্রুব: [২] বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন দেশের গণ্ডি পেরিয়ে হলিউডে নাম লিখিয়েছেন অনেক আগেই। আবার অস্কারের মতো আয়োজনের মঞ্চেও হাজির হয়েছেন প্রেজেন্টার হিসেবে। সেই ধারাবাহিকতায় এবার তাকে দেখা যাবে ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের (বাফটা) মঞ্চে। এখানেও তিনি থাকবেন প্রেজেন্টারের ভূমিকায়। সূত্র: বলিউড হাঙ্গামা

[৩] গত বছর ‘পাঠান’ ও ‘জাওয়ান’ দিয়ে সাফল্য উদযাপন করেছেন দীপিকা। এ বছরের শুরুটা হয়েছে হৃতিক রোশনের সঙ্গে ‘ফাইটার’ দিয়ে। যদিও এটি বক্স অফিসে তেমন সুবিধা করতে পারেনি। কিন্তু এর মধ্যেই তার জন্য এলো লন্ডন থেকে বাফটা মঞ্চে যুক্ত হওয়ার খুশির বার্তাটি।

[৪] আগামী ১৮ ফেব্রুয়ারি বসতে যাচ্ছে বাফটা অ্যাওয়ার্ডসের ৭৭তম আসর। বর্ণিল এই আয়োজনে দীপিকা ছাড়াও প্রেজেন্টার হিসেবে থাকছেন ডেভিড ব্যাকহাম, কেট ব্লানচেট ও ডুয়া লিপার মতো আন্তর্জাতিক তারকারা। তারা পর্যায়ক্রমে বাফটা মঞ্চে এসে খাম খুলে পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করবেন বলে জানা গেছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

[৫] এবারের বাফটা অনুষ্ঠান সঞ্চালনা করবেন ডেভিড টেনান্ট। লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে বসবে জমকালো এই আসর। যেটা যুক্তরাজ্যে সম্প্রচার করবে বিবিসি ও আই প্লেয়ার এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রচার করবে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ব্রিটবক্স।

[৬] বাফটার পুস্কার ও কনটেন্ট পরিচালক এমা বেহের বলেন, ‘এবারের আসরে এত এত মনোনয়ন পাওয়া শিল্পীদের স্বাগত জানাতে আমরা উন্মুখ হয়ে আছি। পর্দা এবং এর পেছনের সেরা কিছু মানুষকে সম্মান জানানো হবে। সঞ্চালক ডেভিড টেনান্টের চার্ম ও কারিশমায় অনুষ্ঠানটি আরও মুখর হয়ে উঠবে। এছাড়াও থাকছে সোফি এলিস-বেক্সটর ও হান্নাহ ওয়াদিংহামের পরিবেশনা।’

[৭] উল্লেখ্য, দীপিকা পাড়ুকোনের হাতে বর্তমানে দুটো বড় সিনেমা রয়েছে। একটি নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’। যেখানে তাকে দেখা যাবে অমিতাভ বচ্চন ও প্রভাসের সঙ্গে। অন্যটি রোহিত শেঠির নির্মাণে তারকাবহুল আলোচিত ছবি ‘সিংহাম অ্যাগেইন’। সম্পাদনা: সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়