শিরোনাম
◈ ইনু, মেনন ও পলককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ ◈ জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি: সালাহউদ্দিন আহমদ ◈ বাংলাদেশিদের ভিসা বন্ধে কলকাতার ব্যবসায়ীদের ক্ষতি ৫০০০ কোটি রুপি ◈ আয়কর, ভ্যাট, শুল্ক আদায়ে ব্যর্থতা ও ব্যাংক খাতের স্থবিরতা নিয়ে টিআইবির উদ্বেগ ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের একই আইনজীবী নিয়ে বার্গম্যানের প্রশ্ন ◈ ছাত্রলীগ পরিচয়ে নির্যাতনের অংশীদার হতেন ‘ছাত্রশিবিরের নেতা-কর্মীরা’, দিলেন অনেকের পরিচয়: আবদুল কাদেরের ফেসবুক পোস্ট ◈ সি‌লেট স্টে‌ডিয়া‌মে হ‌বে বাংলা‌দেশ - নেদারল্যান্ডস সিরিজের সব ম‌্যাচ ◈ বৈষম্যবিরোধী আন্দোলন থেকে সরকার পতন: এক বছরে বৈষম্য কতটা দূর হলো? ◈ ইয়েমেন উপকূলে শরণার্থীবোঝাই নৌকাডুবি, ৫৪ লাশ উদ্ধার ◈ ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী নীতি আ‌মে‌রিকার  রাজ‌নৈ‌তিক ঝু‌কি বাড়া‌চ্ছে: অর্থনৈতিক বিশেষজ্ঞদের মত

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৪, ০৭:১১ বিকাল
আপডেট : ১১ জানুয়ারী, ২০২৪, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজ্ঞাপনচিত্র দিয়ে শুরু হলো টিভি অভিনেত্রী নীলিমা নুপুরের বছর

অভিনেত্রী নীলিমা নুপুর

ইমরুল শাহেদ: দীর্ঘ এক বছর বিরতি দিয়ে গ্ল্যামার জগত মুখরিত করতে আবারও পদচারণা শুরু করেছেন টিভি অভিনেত্রী নীলিমা নুপুর। বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে বছর শুরু করেছেন। কাজ করেছেন বেশ কয়েকটি নাটকেও। আলোচিত নির্মাতা কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় একটি কসমেটিক কোম্পানির বিজ্ঞাপনচিত্রটি শেষ করেই শুরু করেন নাটকের কাজ। বিশ্ব ভালোবাস দিবসে প্রচারিত হওয়ার অপেক্ষায় থাকা নাটকটি পরিচালনা করেছেন এইচ এম পিয়াল।

নীলিমা নুপুর জানিয়েছেন, এখন থেকে তিনি নাটকে প্রধান চরিত্র ছাড়া অভিনয় করবেন না। তিনি জানান, ফেসবুক, ইউটিউব, খণ্ড নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রায় প্রতিদিনই তার কাছে অফার আসে। চাইলে ত্রিশদিনে তিনি ত্রিশদিনই ব্যস্ত থাকতে পারেন। কিন্তু কাজের ব্যাপারে তিনি খুবই সচেতন। গোড়া থেকেই ক্যারিয়ারকে যত্নের সঙ্গে গড়ে তুলতে চান। তিনি বলেছেন, ছোটপর্দার পাশাপাশি তার লক্ষ্য বড়পর্দা। দুই স্থানেই তিনি সফল হতে চান।

মাত্র পাঁচ বছর আগে তিনি মিডিয়ার সঙ্গে যুক্ত হয়েছেন। এ সময়ে উপস্থাপিকা, মডেলিং, নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে ক্যারিয়ার অব্যাহত রাখেন। নীলিমার আরেকটি গুণ হলো তিনি সৃজনশীলতার মূলে রয়েছেন। তার রচিত ‘বাংলাদেশের নাম করা বিখ্যাত খুলনা, চিংড়ি মাছের বসবাস নারকেলে সেরা , সাথে আছে সুন্দর বন আউলিয়ার মাজার, তোমরা আইসো আইসো গো খুলনা’ গানগুলো বেশ আলোচিত হয়েছে। তবে এটা তার পেশা নয়। বিটিভিতে ২০১৮ সালে তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন আবৃত্তিকার হিসেবে। তার বাংলা এবং ইংরেজি উচ্চারণ চমৎকার।

অভিনেত্রী নীলিমা নুপুর

তিনি বিটিভির উন্নয়নমূলক কিছু অনুষ্ঠানও উপস্থাপন করেন। এ সময় তিনি দেশের বিভিন্ন জেলায়ও যান। সে অনুষ্ঠান দেখেই পরিচালক আবুল কালাম আজাদ তাকে নিয়ে আসেন স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার উপস্থাপনায়। শুধু তাই নয় আজাদ তাকে এফডিসিতে নিয়ে আসেন এবং অনেকের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তারপর থেকেই চলচ্চিত্রের অফার পেয়ে আসছেন। নীলিমা বলেন, ‘পাঁচ বছরে আমি ২৫টিরও বেশি নাটকে কাজ করেছি। এর মধ্যে ছিল তিনটি ধারাবাহিকও। এছাড়া ৮টি একক নাটক ও ২০টির বেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ শেষ হয়েছে ২০২২ সালে। কার্যত তিনি ২০২৩ সালে কাজের ব্যাপারে ছিলেন অনেকটাই অনীহ।

খুলনার মেয়ে নীলিমা বলেন, ‘সিদ্ধান্ত নিয়েছি এ বছর আমার ক্যারিয়ারকে প্রসারিত করব। ভিন্নধারার ছবি হলে ভালো, আমি চাই অভিনয় প্রধান চরিত্র। এর মানে আমি যে চরিত্রে অভিনয় করব সেটা দর্শককে আকৃষ্ট করতে হবে।’

এছাড়া সাইকেল চালানো, বাইক চালানো, কার ড্রাইভিং, কম্পিউটার অফিসিয়াল কোর্চ, ট্রেলারিং এবং রান্না করা থেকে শুরু করে অনেক গুণের অধিকারী তিনি। 

লেখাপড়ার পাশাপাশি স্পোর্সে তিনি পরপর তিনবার জাতীয় পুরুস্কার ও সনদপত্র পেয়েছেন। ২০১৬ সালের বইমেলায় তার লেখা  একটি কবিতার বইও  প্রকাশিত হয়েছে। বইটির নাম স্বপ্নবাজ ২১। দুষ্টু স্বভাবের নীলিমা নুপুর সকলের সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করেন।

আইএস/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়