শিরোনাম
◈ চী‌নে এশিয়া কাপ হ‌কি‌তে বাংলা‌দে‌শের হ্যাটট্রিক জয়  ◈ তিন নম্বর সতর্ক সংকেতে সুন্দরবনের খালে আশ্রয় নিয়েছে শত শত মাছ ধরার ট্রলার ◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৩, ০৬:৩৭ বিকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২৩, ০৬:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘুরতে ঘুরতে কোনো কাজ পেলে করবেন কলকাতার শর্বরী

শর্বরী

শিমুল চৌধুরী ধ্রুব: [২] বাংলাদেশ ও কলকাতার ৩টি প্রযোজনা সংস্থার যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে ‘অভিনেতা’ সিনেমা। রায়হান রাফীর পরিচালনায় নির্মিতব্য এ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান। জানা গেছে, এ চলচ্চিত্রে থাকবেন দুই নায়িকা। একজন হলেন কলকাতার অভিনেত্রী শর্বরী দাস।

[৩] গত রোববার (১০ ডিসেম্বর) দুপুরে ঢাকায় এসেছেন শর্বরী। শোনা যাচ্ছে তিনি ওই সিনেমার কাজেই এসেছেন। সোমবার ঢাকার এক রেস্তোরাঁয় সিনেমার নাম ঘোষণার অনুষ্ঠানে হাজির হতেই না কি বাংলাদেশে এসেছেন তিনি। কিন্তু গণমাধ্যমে শর্বরী জানিয়েছেন, সিনেমাটির বিষয়ে তিনি জেনেছেন। তার সঙ্গে এই প্রজেক্ট নিয়ে কেউ কোনো কথা বলেননি। তবে এর সঙ্গে থাকতে পারলে তার ভালো লাগবে।

[৪] ঢাকায় আসার বিষয়ে শর্বরী বলেন, কোনো কাজে নয়, ব্যক্তিগত সফরে ঢাকায় এসেছি। এবার নিয়ে তৃতীয়বার এসেছি। গত জুন ও আগস্টেও এসেছিলাম বেশ কিছু কাজের জন্য। এবার এখানে কিছুদিন থাকব, শহরটা ঘুরে দেখব। তারপর কলকাতায় চলে যাব। এরমধ্যে যদি কোনো কাজের প্রস্তাব আসে তাহলে সেটা করা যেতে পারে।

[৫] উল্লেখ্য, ২০১১ সালে সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে শোবিজে জার্নি শুরু হয় শর্বরী দাসের। ‘সতী’, ‘রাশি’ ও ‘অগ্নিপরীক্ষা’সহ বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে তাকে। অভিনেত্রী জানিয়েছেন, তার মা বাংলাদেশি, বাড়ি খুলনায়, বাবা পশ্চিমবঙ্গের মানুষ। সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ
  • জনপ্রিয়