শিরোনাম
◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা ◈ হাইকমিশনারকে হুমকি, নয়াদিল্লির প্রেস নোট প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ দেশের ৮ বিভাগে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন, প্রজ্ঞাপন জারি ◈ এ কে খন্দকারের জানাজায় প্রধান উপদেষ্টার অংশগ্রহণ ◈ বাংলাদেশি হাইকমিশনারকে ‘হুমকি’ দেওয়া নিয়ে মুখ খুলল ভারত

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৩, ০৬:৩৭ বিকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২৩, ০৬:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘুরতে ঘুরতে কোনো কাজ পেলে করবেন কলকাতার শর্বরী

শর্বরী

শিমুল চৌধুরী ধ্রুব: [২] বাংলাদেশ ও কলকাতার ৩টি প্রযোজনা সংস্থার যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে ‘অভিনেতা’ সিনেমা। রায়হান রাফীর পরিচালনায় নির্মিতব্য এ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান। জানা গেছে, এ চলচ্চিত্রে থাকবেন দুই নায়িকা। একজন হলেন কলকাতার অভিনেত্রী শর্বরী দাস।

[৩] গত রোববার (১০ ডিসেম্বর) দুপুরে ঢাকায় এসেছেন শর্বরী। শোনা যাচ্ছে তিনি ওই সিনেমার কাজেই এসেছেন। সোমবার ঢাকার এক রেস্তোরাঁয় সিনেমার নাম ঘোষণার অনুষ্ঠানে হাজির হতেই না কি বাংলাদেশে এসেছেন তিনি। কিন্তু গণমাধ্যমে শর্বরী জানিয়েছেন, সিনেমাটির বিষয়ে তিনি জেনেছেন। তার সঙ্গে এই প্রজেক্ট নিয়ে কেউ কোনো কথা বলেননি। তবে এর সঙ্গে থাকতে পারলে তার ভালো লাগবে।

[৪] ঢাকায় আসার বিষয়ে শর্বরী বলেন, কোনো কাজে নয়, ব্যক্তিগত সফরে ঢাকায় এসেছি। এবার নিয়ে তৃতীয়বার এসেছি। গত জুন ও আগস্টেও এসেছিলাম বেশ কিছু কাজের জন্য। এবার এখানে কিছুদিন থাকব, শহরটা ঘুরে দেখব। তারপর কলকাতায় চলে যাব। এরমধ্যে যদি কোনো কাজের প্রস্তাব আসে তাহলে সেটা করা যেতে পারে।

[৫] উল্লেখ্য, ২০১১ সালে সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে শোবিজে জার্নি শুরু হয় শর্বরী দাসের। ‘সতী’, ‘রাশি’ ও ‘অগ্নিপরীক্ষা’সহ বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে তাকে। অভিনেত্রী জানিয়েছেন, তার মা বাংলাদেশি, বাড়ি খুলনায়, বাবা পশ্চিমবঙ্গের মানুষ। সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ
  • জনপ্রিয়