মনিরুল ইসলাম: [২] বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই অ্যাওয়ার্ড সম্মাননা পেলেন শোবিজ অঙ্গনের একঝাঁক তারকা।
[৩] শনিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল শেরাটনে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হয়।
[৪] মিডিয়া, মিউজিক, ফ্যাশনসহ সোশ্যাল মিডিয়াতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য কন্ঠশিল্পী মমতাজ এমপি, খল অভিনেতা মিশা সওদাগর, চিত্রনায়িকা অপু বিশ্বাস, বিদ্যা সিনহা মিম, প্রার্থনা ফারদিন দীঘি, চিত্রনায়ক নিরব, ইমন, অভিনেত্রী রুনা খান, ব্র্যান্ড প্রমোটার বারিশা হক, সংগীতশিল্পী আঁখি আলমগীর, স্বপ্নীল সজিব, প্রতীক হাসান, উদ্যোক্তা সিফাত নুসরাত, সংবাদিক রাহাত সাইফুল, অভিনেত্রী তারিন জাহান, শম্পা রেজাসহ অনেককে এই সম্মাননা প্রদান করা হয়েছে।
[৫] অ্যাওয়ার্ড অনুষ্ঠানে জুরি বোর্ডে ছিলেন অভিনেতা মুকিত জাকারিয়া, নির্মাতা দেবাশীষ বিশ্বাস। আয়োজনের দায়িত্বে ছিলেন গৌতম সাহা, মুস্তাফা তারিক হাদি এবং কাজী নাজমুল হাসান। সম্পাদনা: তারিক আল বান্না