শিমুল চৌধুরী ধ্রুব: [২] ৩০ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম ‘সামথিং লাইক এন অটোবায়োগ্রাফি’। যেখানে প্রথমবারের মতো অভিনয় করেছেন খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তার প্রথম অভিনয় দেখে দর্শক-সমালোচকরা মুগ্ধতা প্রকাশ করছেন। কিন্তু জ্যেষ্ঠ অভিনেতা তারিক আনাম খান ফারুকীকে অভিনয়ে উৎসাহ না দিয়ে উল্টো পরামর্শ দিলেন অভিনয়ে না আসার।
[৩] শনিবার (২ ডিসেম্বর) বিকালে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন তারিক আনাম। যেখানে সিনেমাটি দেখে নিজের একটি প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। সঙ্গে দিয়েছেন ফারুকীকে পরামর্শ। ওই পোস্টে অভিনেতা লেখেন, ‘মোস্তফা সরয়ার ফারুকীর সাথেও কাজ হয়েছে। কিন্তু এরূপে ওকে ভাবিনি, দেখিও নি। প্রথমে স্বচ্ছন্দ, বন্দুকের আওয়াজের পর থেকে চোখে শরীরে বিদ্রোহ বেদনা আপোষ ভালবাসা মিলে একাকার। তবে অভিনেতা হয়ো না কারণ নির্মাতা হিসেবে তুমি এখন চিন্তায় মননে বুদ্ধিমত্তায় অনেক অনেক পরিণত। অনেক অনেক শুভ কামনা। পুরো দলকে অভিনন্দন ভালবাসা শুভ কামনা। এগিয়ে যাও।’
[৪] তিশার অভিনয় প্রসঙ্গে তিনি লেখেন, ‘তিশাকে অনেক আগে থেকেই চিনি জানি। অনেক কাজ করেছি, করিয়েছি একসাথে। বরাবর একজন সিরিয়াস, নিষ্ঠাবান পরিশ্রমী অভিনয় শিল্পী। তিশা নিঃসন্দেহে এখন অনেক পরিণত। ছোট ছোট মূহুর্ত তৈরীতে অনবদ্য।’
[৫] এই জ্যেষ্ঠ অভিনেতা আরো লেখেন, ‘সামথিং লাইক এন অটোবায়োগ্রাফি’ দেখতে বসেছিলাম অনেকটাই নিস্পৃহতা আর নির্লিপ্ততা নিয়ে। কয়েকদিন এর আলোচনা, গল্পের শিরোনাম এসব দেখেই মনে হচ্ছিল ওদের প্রেম কাহিনী... ইত্যাদি ইত্যাদি। অস্বীকার করবো না- শুরুতে আগ্রহে কিছুটা ভাটার টানও লেগেছিল। বন্দুকের আওয়াজ (বাজি পটকা হলেও আমার কাছে তাই মনে হচ্ছিল) নাড়িয়ে দিল। ফারহান (ফারুকী) এর মত মনে হচ্ছিল চিৎকার করে হাতে লাঠি নিয়ে বলি ‘বন্ধ কর অসভ্যতা’। প্রেমের গল্প এক আওয়াজে নিয়ে গেল অন্য জায়গায়! সমাজ, মানুষ, ক্ষমতা, অন্যায়, অক্ষমতা, প্রতিবাদ আর নীরবতা সব আছে কাজটিতে। কান্না পায়, আর বিদ্রোহ করতে ইচ্ছে করে।’
[৬] ৮২ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমায় আরো অভিনয় করেছেন ইরেশ যাকের, ডিপজল, ডলি জহুর, শরাফ আহমেদ জীবন প্রমুখ। সম্পাদনা: তারিক আল বান্না
এসসিডি/টিএবি/এআরএস