শিরোনাম
◈ আসছে বড় সুখবর, ২০২৬ সালে কোন মাসে কত দিন টানা ছুটি পাবেন চাকরিজীবীরা, দেখুন তালিকা ◈ যে ওভারকোট জিয়া পরিবারের আর কখনো ফেরত দেওয়া হয়নি ◈ জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী এক বছরে উপহার পেয়েছেন ১৫ ভরি সোনা, রয়েছে নগদ ১৮ কোটি টাকা ◈ নতুন বছরে কমলো জ্বালানি তেলের দাম ◈ হলফনামায় প্রকাশ: কে কত ধনী — শীর্ষ রাজনীতিবিদদের আয় ও সম্পদের চিত্র ◈ বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের নজরদারিতে নোয়াখালীর সহকারী কোচ নিয়াজ খান ◈ ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য রেকর্ড ১৫ কোটি টিকেটের আবেদন   ◈ ব্রা‌জি‌লিয়ান রবের্তো কার্লোস হাসপাতালে, হয়েছে অস্ত্রোপচারও: কেমন আছেন কিংবদন্তি ফুটবলার? ◈ মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়: তারেক রহমান ◈ জাপানে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৩, ০৮:০৯ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২৩, ০৮:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিকিনির বদলে বুরকিনি পরে আলোচনায় মিস পাকিস্তান

শিমুল চৌধুরী ধ্রুব: [২] শনিবার (১৮ নভেম্বর) এল সালভাদরের সান সালভাদর শহরে অনুষ্ঠিত হয় ৭২তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা শেষ আসর। যেখানে মিস ইউনিভার্স ২০২৩-এর শিরোপা জিতেছেন নিকারাগুয়ার শেইনিস প্যালাসিওস। তবে সেই আলোচনা টপকে হইচই ফেলে দিয়েছেন প্রথম ‘মিস পাকিস্তান’ এরিকা রবিন। সূত্র: সিএনএন

[৩] মিস ইউনিভার্স প্রতিযোগিতায় একটি পর্ব হচ্ছে সুইম স্যুট রাউন্ড। এই রাউন্ডে প্রায় সব প্রতিযোগিকেই দেখা যেতো বিকিনিতে। তাই এই রাউন্ডকে ‘বিকিনি রাউন্ড’ও বলা হয়। সাঁতারের পোশাকের রাউন্ডের এই পোশাক নিয়ে এতকাল নানা ধরনের সমালোচনা ও বিতর্ক ছিল। এবার সেই প্রথা ভেঙ্গে বুরকিনি নামের বিশেষ পোশাক পরে ইতিহাস গড়লেন পাকিস্তানের এরিকা রবিন। এ আয়োজনের সেরা ২০-এ ছিলেন তিনি। সূত্র: রয়টার্স

[৪] নিয়ম ভেঙে যখন মিস ইউনিভার্সের মঞ্চের বিকিনি রাউন্ডে বুরকিনি পরে হাজির হন, সবাই করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। এরিকার এই পোমাকের নকশা করেছেন ফ্যাশন ডিজাইনার রুবিন সিংগার। 

[৫] এর আগে মিস ইউনিভার্সের আসরে অংশ নেওয়ায় পাকিস্তানের প্রভাবশালী কিছু ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্বের সমালোচনার শিকার হন এরিকা রবিন। দেশটির রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর নেতা মুশতাক আহমদ বলেছিলেন, এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করা যেকোনো পাকিস্তানির জন্য ‘লজ্জাজনক’। সূত্র: দ্য ডন

[৬] খ্রিষ্টান ধর্মাবলম্বী এরিকা এসব সমালোচনা গায়ে মাখেননি। গণমাধ্যমে তিনি বলেন, ‘এ রকম গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। আমি মনে করি পুরুষদের দ্বারা পূর্ণ একটি ঘরে সাঁতারের পোশাকে প্যারেড করাকে অনেকে মেনে নিতে পারছেন না। তরুণ আধুনিক পাকিস্তানি নারী হিসেবে আমার মূল্যবোধ ধরে রেখেই বিশ্বকে দেখিয়ে দিয়েছি, পাকিস্তানি নারীরাও অনেক কিছু করে দেখাতে পারে।’ সূত্র: বিবিসি

[৭] উল্লেখ্য, বুরকিনি নারীদের জন্য তৈরি বিশেষ ধরনের সাঁতারের পোশাক। নারীরা যাতে কেবল মুখ, হাত এবং পা ছাড়া সারা শরীর আবৃত রেখে সাঁতার কাটতে পারেন, এই ধারণা থেকেই পোশাকটি নকশা করা। সম্পাদনা: তারিক আল বান্না

এসসিডি/টিএবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়