শিরোনাম
◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৩, ০৭:০৭ বিকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২৩, ১০:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীদেবীর মৃত্যু স্বাভাবিক ছিল না: বনি কাপুর

শিমুল চৌধুরী ধ্রুব: [২] ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি মারা যান রূপের রানিখ্যাত বলিউড অভিনেত্রী শ্রীদেবী। দুবাইয়ের একটি হোটেলের বাথটাবে পাওয়া যায় তার নিথর দেহ। তদন্ত শেষে জানানো হয়, দুর্ঘটনায় মৃত্যু ঘটেছে তার। এতে সন্তুষ্ট হতে পারেননি তার ভক্তরা। তার মৃত্যুকে ঘিরে সেসময় ছড়িয়ে পড়ে নানান গুঞ্জন। তবে পুরো বিষয় নিয়েই চুপ ছিলেন তার পরিবারের সদস্যরা। অবশেষে স্ত্রীর মৃত্যুর পাঁচ বছর পর মুখ খুললেন শ্রীদেবীর স্বামী, প্রযোজক ও অভিনেতা বনি কাপুর। সূত্র: ইন্ডিয়া টুডে

[৩] এক সাক্ষাৎকারে বনি কাপুর বলেন, ‘নিজে সুন্দরী থাকার জন্য সে বরাবরই উন্মুখ ছিল। সে সবসময় চাইতো, তাকে যেন পর্দায় ঠিকঠাক দেখা যায়। আমার সঙ্গে বিয়ের পর থেকে বিভিন্ন অনুষ্ঠানে সে কয়েকবার অচেতন হয়ে গিয়েছিল। তখন ডাক্তার বলেছিল, তার লো ব্লাডপ্রেসারের সমস্যা রয়েছে।’

[৪] শ্রীদেবীর মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা দুর্ঘটনায় মৃত্যু। আমি চুপ থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ প্রায় ৪৮ ঘণ্টা আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তদন্ত কর্মকর্তা আমাকে বলেছিলেন, এটা সহ্য করতে হবে। কারণ ভারতীয় মিডিয়ার অনেক চাপ রয়েছে। আমাকে বিভিন্ন টেস্ট করানো হয়েছিল, এমনকি লাই ডিক্টেটর (মিথ্যা শনাক্ত করা) টেস্টও করেছিল। সবশেষে রিপোর্ট আসে যে, এটা দুর্ঘটনা ছিল।’

[৫] উল্লেখ্য, শ্রীদেবীকে বলা হয় বলিউডের প্রথম নারী সুপারস্টার। রূপ-সৌন্দর্য আর অভিনয় দিয়ে তিনি ঝড় তুলেছিলেন উপমহাদেশের দর্শকের মনে। পাঁচ দশকের ক্যারিয়ারে তিনি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ারসহ বহু সম্মাননা পেয়েছেন। বর্তমানে তার কন্যা জাহ্নবী কাপুর বলিউডে জনপ্রিয়তার সঙ্গে কাজ করছেন। সম্পাদনা: তারিক আল বান্না

এসসিডি/টিএবি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়