শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:৩৮ রাত
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শনিবার ঢাকায় আসছেন কন্ঠশিল্পি অঞ্জন দত্ত

মাজহারুল মিচেল: [২] ঢাকায় গাইবেন দুই বাংলার শ্রোতানন্দিত প্রখ্যাত গায়ক অঞ্জন দত্ত। কনসার্টের টিকিট শেষ হয়ে গেছে অনেক আগেই। ‘অঞ্জন ইন ঢাকা মেট্রোপলিস উইথ আহমেদ হাসান সানি’ শীর্ষক এই কনসার্ট হতে যাচ্ছে তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে। 

[৩] কনসার্টের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ইভেন্ট সমন্বয়ের দায়িত্বে আছে এসেন। এর আগে ‘চার্জ-আপ বাংলাদেশ’ কনসার্টের মাধ্যমে ঢাকা মাতিয়েছিল প্রতিষ্ঠানটি। ডিজিটাল মার্কেটিং, ইভেন্ট ম্যানেজমেন্ট, বিজ্ঞাপনচিত্র নির্মাণ, ফটোশোট, ওয়েব ডিজাইন ও কেটেরিং সার্ভিসসহ নানা সেবা দিয়ে থাকে এসেন। 

[৪] ‘বিভিন্ন ক্ষেত্রে আমাদের অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রত্যেকটি ইভেন্টকে সফল করাই আমাদের প্রধান লক্ষ্য।’ ইভেন্ট নিয়ে কথা বলার সময় এমনটাই জানান, এসেন এর হেড অব বিজনেস ডেভেলপমেন্ট, ফরহাদ রাকিব। 

[৫] অঞ্জন দত্তের এই কনসার্টের আয়োজন করছে কারখানা ও আর্কলাইট ইভেন্টস। এই কনসার্টে অঞ্জন দত্তের সঙ্গে সংগীত পরিবেশন করবেন ঢাকার আহমেদ হাসান সানি। সাম্প্রতিক সময়ে ‘শহরের দুইটা গান’, ‘আমরা হয়তো’ ইত্যাদি গানে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। তারও আগে ‘মুক্তাঞ্চল’ অ্যালবাম দিয়ে কিংবা ‘স্বপ্নজাল’ সিনেমায় গান গেয়েও প্রশংসিত হয়েছেন এই গায়ক।

[৬] ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকায় আসার ঘোষণা দিয়েছেন খোদ অঞ্জন দত্ত। চেয়েছেন গানের তালিকাও। তিনি বলেন, ‘মূলত একটা সন্ধ্যা আপনাদের সঙ্গে গান, স্মৃতিচারণা, আড্ডা, মানে সব মিলিয়ে একটা আনন্দের সময় কাটাতে এসে পড়ব। দেখা হবে।

[৭] কনসার্টের টাইটেল স্পন্সর হিসেবে আছে ইউসিবি ব্যাংক এবং পৃষ্টপোষকতায় আছে উপায়, টফি, বার্জার পেইন্টস বাংলাদেশ, গোজায়ান, সিলন, ইউনিভার্সেল মেডিক্যাল, কাচ্চি স্টেশন, স্যাভয় আইসক্রিম, নিপ্পন, বাংলাদেশ কার্নিভাল, ড্যান কেক, গেট সেট রক, এবং বি বি এমএফসি । সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ
  • জনপ্রিয়