শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:৩১ বিকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘনিষ্ঠ দৃশ্যে চুমু খেয়ে বমি পেয়েছিল রাবিনার

ফাইল ছবি

শিমুল চৌধুরী ধ্রুব: [২] নব্বইয়ের দশকে বলিউডে সাফল্য পাওয়া নায়িকাদের মধ্যে অন্যতম রাবিনা ট্যান্ডন। সেসময় পর্দায় একচেটিয়া রাজত্ব করলেও তার সুদীর্ঘ ক্যারিয়ারে কিছু নিয়ম মেনে চলতেন তিনি। যেমন রাভিনা পর্দায় এমন চরিত্র এড়িয়ে চলতেন যা নিয়ে বিতর্ক শুরু হতে পারে। এছাড়া লাস্যময়ী অবতারে হাজির হলেও কখনও অন্তরঙ্গ দৃশ্যে সহ-অভিনেতাকে চুমু খেতেন না এই অভিনেত্রী। তবে একটি সিনেমায় এমন একটি দৃশ্যে অভিনয় করতে গিয়ে অস্বস্থিতে পড়েন রাবিনা। সূত্র: এবিপি আনন্দ

[৩] সম্প্রতি এক সাক্ষাৎকারে রাবিনা ট্যান্ডন জানান, সেই সময়ে সিনেমায় চুক্তি ততটা জটিল ছিল না। অত শর্ত মানা হতো না। বেশিরভাগ কথাই মৌখিক চুক্তিতে হতো। ঘনিষ্ঠ দৃশ্যের কথাও চুক্তিপত্রে লেখা হতো না। এসব মৌখিক থাকতো। তা ছাড়া পর্দায় চুম্বনদৃশ্যে তিনি স্বাচ্ছন্দবোধ করতেন না। সূত্র: আনন্দবাজার

[৪] ওই সাক্ষাৎকারে ‘মোহরা’ খ্যাত এই অভিনেত্রী বলেন, ‘মনে আছে এক বার একটি ঘনিষ্ঠ দৃশ্যে এক অভিনেতার সঙ্গে চুমু খেতে হয়। যদিও সেটির প্রয়োজন ছিলোনা। কিন্তু তখন কিছু করার ছিল না। আমি সঙ্গে সঙ্গে হোটেল রুমে গিয়ে বমি করে ফেলি। কারণ ওই ঘটনা মনে করেই আমার অস্বস্তি হচ্ছিল।’ এরপর ওই অভিনেতাকে শতবার দাঁত ব্রাশ করার পরামর্শ দেন রাভিনা। পরে ওই অভিনেতা ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছেন তিনি। সূত্র: হিন্দুস্থান টাইমস

[৫] শিগগিরই বলিউডে পা রাখতে চলেছেন রাবিনার মেয়ে রাশা থাডানি। মেয়েকে যদি পর্দায় কখনও চুম্বনদৃশ্যে অভিনয় করতে হয় তা হলে রাবিনা কি তা মেনে নেবেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ও যদি স্বাচ্ছন্দবোধ করে তা হলে তো কোনো সমস্যা নেই। তবে ও যদি না চায়, তা হলে কেউ ওকে জোর করে সেটা করাতে পারবে না।’ সম্পাদনা: তারিক আল বান্না

এসসিডি/টিএবি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়