শিমুল চৌধুরী ধ্রুব: [২] কিছুদিন আগেই শোনা গিয়েছিলো নির্মাতা সৃজিত মুখার্জি ও অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলার বিচ্ছেদের খবর। এবার সেই গুঞ্জন উড়ে গেলো স্বামীর জন্মদিনে মিথিরার উচ্ছ্বাসে। সৃজিত মুখার্জির ৪৭তম জন্মদিনে শনিবার স্বামীর ছায়াসঙ্গী হয়ে ছিলেন তিনি।
[৩] এইদিন নির্মাতার জন্মদিন উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল ‘দশম অবতার’-এর ট্রেলারের স্পেশ্যাল প্রিভিউর সঙ্গে জমজমাট পার্টি। সেখানে হাজির হন টালিপাড়ার তারকারা। এদিন এক ছাদের নীচে দেখা গেছে জয়া আহসান ও মিথিলাকে। তবে পার্টির সব আকর্ষণ কেড়ে নিয়েছিল সৃজিত-মিথিলা জুটি। পার্টিতে এ যুগলের পরনের পোশাকের রঙও ছিল মেচিং করা। তবে এটা নাকি তারা পরিকল্পনা করে করেননি। মাঝেমাঝেই নাকি এমন হয়ে যায়’ বললেন মিথিলা। সূত্র: হিন্দুস্থান টাইমস
[৪] এই বিশেষ দিনে সৃজিতকে কী উপহার দিলেন? এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘ওর গিফট পাওয়া ঢাকা থেকে শুরু হয়েছে। গত এক সপ্তাহ ঢাকায় ছিল, প্রচুর খাওয়া-দাওয়া হয়েছে, উপহারও পেয়েছে। এখন আর সারপ্রাইজের কিছু নেই, গিফটও দিয়েছি। যে পাঞ্জাবিটা পরেছে সেটাও আমি দিয়েছি। আর এই যে আমি এসেছি, সেটাই তো ওর কাছে বড় গিফট।’
[৫] জন্মদিনে স্বামীর জন্য বিশেষ কিছু রান্নাও করেননি মিথিলা, কারণ বাংলাদেশে সৃজিতকে প্রচুর কিছু খাইয়েছেন বলেও জানান তিনি। অপরদিকে বিচ্ছেদ নিয়ে গুঞ্জনে বেশ বিরক্ত এই অভিনেত্রী। তিনি বলেন, ‘এই গুঞ্জন নিয়ে আমি কোনও কথাই বলতে চাই না। খুব সাধারণ সংসার আমাদের। কোনও আলাদা হ্যাপিনেসের কিছু নেই। সুখ-দুঃখ, চড়াই-উতরাই নিয়েই আমাদের সংসার’। সম্পাদনা: তারিক আল বান্না
এসসিডি/টিএবি/একে