শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:৪৫ বিকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রকাশ্যে ট্রেলার, জয়া-অনির্বাণের চুমুর ছবি ভাইরাল (ভিডিও)

শিমুল চৌধুরী ধ্রুব: [২] পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলেন ভারত ও বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান। এই নায়িকার সাবলীল অঙ্গভঙ্গি আর অভিনয় দক্ষতায় বরাবরই সিনেমাপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যান এই তারকা। এবার নতুন চরিত্রে দেখা যাবে জয়াকে।

[৩] এ বছর দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মুক্তি পেতে যাচ্ছে ভারতের আলোচিত নির্মাতা সৃজিত মুখার্জির নতুন সিনেমা ‘দশম অবতার’। কিছু দিন আগে অন্তর্জালে প্রকাশ করা হয়েছে এ ছবির র্ফাস্ট লুক। এবার প্রকাশ্যে আনা হলো সিনেমাটির ট্রেলার। রোববার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত এই ট্রেলারে জয়াকে দেখা গেছে রহস্যময় এক চরিত্রে। সূত্র: এসবিএফ ইউটিউব চ্যানেল

[৪] বাংলা সিনেমাপ্রেমিদের কাছে সৃজিত মুখার্জির সিনেমার আলাদা কদর রয়েছে। আর সেই ছবি যদি হয় নন্দিত সিনেমা ‘বাইশ্রে শ্রাবণ’ ও ‘ভিঞ্চি দা’র সূত্র ধরে; তাহলে তো কথাই নেই। সৃজিতের নতুন ছবি ‘দশম অবতার’ নিয়ে তাই দর্শকের মনে বিরাজ করছে বাড়তি আগ্রহ, উচ্ছ্বাস।

[৫] এই সিনেমার প্রায় সোয়া তিন মিনিট দৈর্ঘ্যের ট্রেলারে রয়েছে খুনের রহস্য। ধারণা করা হচ্ছে, কোনও এক ব্যক্তি নিজেকে ভগবান বিষ্ণুর দশম অবতার মনে করে একের পর এক খুন করে চলেছে। আর তাকেই খুঁজে বের করার মিশনে নামেন পুলিশ কর্মকর্তা প্রবীর রায়চৌধুরী ও ইনস্পেক্টর পোদ্দার। এর ফাঁকে রয়েছে এক খন্ড প্রেমও। যেখানে জুটি বেধেছেন জয়া-অনির্বাণ। 

[৪] ট্রেলারে সবার নজর কেড়েছে জয়া আহসান ও অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের চুমুর একটি দৃশ্য। যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সামাজিক মাধ্যমে নেটিজেনরা প্রশংসায় ভাসাচ্ছেন এই অভিনেত্রীকে। জয়া আহসান ছাড়াও ‘দশম অবতার’ সিনেমায় আরও অভিনয় করেছেন প্রসেনজিৎ, অনির্বাণ ভট্টাচার্য, যীশু সেনগুপ্ত প্রমুখ। পাশাপাশি সিনেমার সংগীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায়, রূপম ইসলাম, ইন্দ্রদীপ দাশগুপ্ত। সম্পাদনা: তারিক আল বান্না

এসসিডি/টিএবি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়