শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:৩৭ বিকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাঘবের আগে যাদের প্রেমে পড়েছিলেন পরিণীতি

শিমুল চৌধুরী ধ্রুব: [২] গত রোববার (২৪ সেপ্টেম্বর) কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিয়ে করেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও সংসদ সদস্য রাঘব চাড্ডা। এতে করে পরিণীতি-রাঘবের এক বছরের প্রণয়ের পরিণয় ঘটে। তবে রাঘবই তার জীবনে আসা প্রথম প্রেমিক নন। এর আগে একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। সেই তালিকাটি বেশ দীর্ঘ। এক নজরে দেখে নেয়া যাক সেই তালিকা। সূত্র: বলিউড হাঙ্গামা

[৩] বলিউডে আসার পর পরিণীতির সঙ্গে নাম জড়ায় অভিনেতা অর্জুন কাপূরের। তার সঙ্গেই নায়িকা হিসেবে হাতেখড়ি পরিণীতির। ২০১২ সালে যশরাজ ফিল্মসের ‘ইশকজাদে’ ছবিতে জুটি বেঁধেছিলেন তারা। সেসময় কানাঘুষো হয়েছিল, ক্যামেরার সামনে তো বটেই ক্যামেরার নেপথ্যেও নাকি একে অপরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন দুজনে। তবে এ বিষয়ে কখনও মুখ খোলেননি অর্জুন-পরিণীতি। সূত্র: আনন্দবাজার

[৪] অর্জুনের পর পরিণীতির জীবনে প্রেমের উৎসব নিয়ে আসেন আদিত্য রায় কাপূর। তাদের অভিনীত ‘দাওয়ত-এ-ইশ্ক’ ছবি দর্শকের সমাদর না পেলেও একে অন্যের সমাদর করেছিলেন তারা। আদিত্যর কথাতেই নাকি শরীরচর্চায় বেশি করে মন দিয়েছিলেন নায়িকা। তবে আদিত্য এখন মন দিয়েছেন অনন্যা পাণ্ডেকে।

[৫] পরিচালক মণীশ শর্মার সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন পরিণীতি। ঘটনা ২০১৩ সালের। মণীশ পরিচালিত একটি ছবিতে কাজ করতে গিয়েই ঘনিষ্ট হন তারা। সেসময় মণীশ-পরিণীতিকে একসঙ্গে দেখা গেছে বলিপাড়ার একাধিক পার্টিতেও।

[৬] অকাল প্রয়াত সুশান্ত সিং রাজপুতের সঙ্গেও নিজেকে জড়িয়েছিলেন পরিণীতি। তবে নিজেদের শুধুই বন্ধু বলে দাবি করতেন তারা। কিন্তু বলিউডের সবার কাছে তারা প্রেমিক জুটি হিসেবেই পরিচিত ছিলেন। ২০২০ সালে সুশান্তের মৃত্যুর পরে অভিনেতাকে নিয়ে একাধিকবার সামাজিকমাধ্যমে পাতায় স্মৃতিচারণ করেছিলেন পরিণীতি। সূত্র: হিন্দুস্থান টাইমস

[৭] এছাড়া অভিনেতা উদয় চোপড়া, বি-টাউনের সহকারী পরিচালক চরিত দেশাইয়ের সঙ্গেও পরিনীতির প্রেমের গুঞ্জন উঠেছিল। চরিতের হাত ধরে বোন প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের অনুষ্ঠানেও দেখা গিয়েছিল তাকে। তাদের প্রেমের খবর তখন বেশ জোরেশোরেই শোনা গিয়েছিল। অনেকে ভেবেছিলেন চরিতকেই জীবন সঙ্গী হিসেবে বেছে নেবেন পরিণীতি। তবে শেষ পর্যন্ত তা আর ঘটেনি। এর মধ্যেই তিনি মন দিয়ে বসেন ছোট বেলার বন্ধু রাজনীতিবিদ রাঘব চাড্ডাকে।

[৮] পরিণীতি-রাঘবের সম্পর্ক নিয়ে গুঞ্জন-ফিসফাস শুরু হয় দুজনার রেস্তরাঁয় সময় কাটানো নিয়ে। মুম্বাইয়ের এক অভিজাত রেস্তরাঁয় প্রথমে দুজনকে একসঙ্গে ডিনার করতে দেখা যায়। তার কদিন পরেই আবার আরেক রেস্তরাঁয় দুপুরের খাবারের জন্য যান দুজন। এতেই প্রেমের জল্পনা জোরালো হয়। সম্পাদনা: তারিক আল বান্না

এসসিডি/টিএবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়