শিরোনাম
◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:৫৬ বিকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বলিউডের পর এবার আরবি-তুর্কি গানে বাংলাদেশের রানা-তবিব

শিমুল চৌধুরী ধ্রুব: [২] ২০১৯ সালে কামরাঙ্গীরচরের শিশু রানা মৃধা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তবিব মাহমুদের গাওয়া ‘গাল্লিবয়’ নামের একটি গান প্রকাশ হয় ইউটিউবে। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এর সঙ্গে রাতারাতি জনপ্রিয়তা পান রানা-তবিব। এরপর বেশ কিছু গান করেছেন তারা। যার সবকটিই প্রশংসা কুড়িয়েছে।

[৩] ১৫ সেপ্টেম্বর ভারতীয় ওটিটি প্লাটফর্ম ডিজনি হটস্টারে মুক্তি পেয়েছে বিজয় নামবিয়ার পরিচালিত বলিউড সিরিজ ‘কালা’। এই সিরিজে স্থান পেয়েছে বাংলাদেশি র‌্যাপার জুটি তবীব ও রানার ‘চাপ নাই’ শিরোনামে একটি গান। সেই গান ভারতীয় দর্শকদের কাছে ব্যাপক প্রশংসা পাচ্ছে।

[৪] এবার জানা গেলো প্রথমবারের মতো আরবি ও তুর্কি ভাষায় গান করতে যাচ্ছেন এই র‌্যাপার জুটি। এ প্রসঙ্গে তবিব বলেন, ‘আমাদের গানগুলোর জনপ্রিয়তা পাওয়ায় বলিউড, টালিউডসহ বিদেশের বেশ কিছু ইন্ডাস্ট্রি থেকে গান করার প্রস্তাব এসেছিলো। কিন্তু সময় ও যথাযথ সুযোগের অভাবে হয়নি। এবার বাংলার পাশাপাশি অন্যান্য ভাষায় গান করার পরিকল্পনা করেছি।’ সূত্র: প্রথম আলো

[৫] তিনি আরো বলেন, ‘আমরা দুজনই আরবি ভাষা বিষয়ে পড়াশোনা করছি। পাশাপাশি ইংরেজি ভাষা শেখাচ্ছি রানাকে। এখান থেকে আমার মনে হলো ভাষাশিক্ষাকে কাজে লাগানো উচিত। এতে আমরা গান দিয়ে আরও বেশি মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারব। যে কারণে আমরা এখন বাংলার পাশাপাশি আরবি ও তুর্কি ভাষায় প্রথম গান করেছি। গানটির মিউজিক ভিডিও তিন দেশে শুটিং করতে চাই।’ সম্পাদনা: তারিক আল বান্না

এসসিডি/টিএবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়