শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:৫৪ বিকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিডি প্রসঙ্গে মুখ খুললেন অপু বিশ্বাস

শিমুল চৌধুরী ধ্রুব: [২] ইউটিউব আইডি হ্যাকের অভিযোগ এনে অভিনেত্রী অপু বিশ্বাসের নামে রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চলচ্চিত্র প্রযোজক ও অভিনেত্রী সিমি ইসলাম কলি। এই জিডিতে বিবাদী করা হয়েছে জাহিদুল ইসলাম নামের আরো একজনকে। তাদের বিরুদ্ধে অভিযোগ, ইউটিউব চ্যানেল হ্যাক করে চাঁদা দাবি করেছেন তারা। সূত্র: প্রথম আলো

[৩] এ বিষয় নিয়ে এতদিন চুপ থাকলেও এবার মুখ খুললেন অপু বিশ্বাস। গণমাধ্যমে তিনি বলেন, ‘আবেদনকারী তো আমার যোগ্যই নয়। তার সম্পর্কে কী বলব? আমার অ্যাডমিনের যোগ্যতার কাতারে সে। তাই আমার অ্যাডমিনই বিষয়টি দেখছেন। আমার চ্যানেলের কনটেন্ট চুরি করে তিনিই আবার আমাদের বিরুদ্ধে জিডি করেন। এটি হাস্যকর। তার চ্যানেল তো সাসপেন্ড করেছে ইউটিউব কর্তৃপক্ষ। এখানে আমাদের কী?’

[৪] অপুর ইউটিউব চ্যানেলের অ্যাডমিন জাহিদুল ইসলাম জানান, ‘অপু বিশ্বাস’ ও ‘অপু বিশ্বাস অফিশিয়াল’চ্যানেল দুটি থেকে দুটি কনটেন্ট হুবহু প্রচার করা হচ্ছে ‘এসকে ফিল্মস ইন্টারন্যাশনাল’নামের একটি চ্যানেল থেকে। মাস দেড়েক আগের ঘটনা এটি। তিনি খোঁজ নিয়ে জানতে পারেন চ্যানেলটি সিমি ইসলাম কলির।

[৫] এ প্রসঙ্গে জাহিদুল ইসলাম বলেন, ‘যেহেতু আমাদের চ্যানেলের কনটেন্ট আমি নিয়ম করে একটা স্ট্রাইক মারি। এর তিন-চার দিন পর দেখি, আরও তিন-চারটি ভিডিও তার চ্যানেলে চালাচ্ছে। পরে আমি আরও স্ট্রাইক মারি। এরপর ইউটিউব টিম যাচাই-বাছাই করে ওনার চ্যানেল থেকে আমার ভিডিওগুলো সরিয়ে ফেলে।’ এরপর থেকেই কলি ফোন করে হুমকিসহ বাজে আচরণ করছেন বলে জানান জাহিদুল। 

[৬] সোমবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর হাতিরঝিল থানায় জিডি (নম্বর-১১১৫) করেন কলি। জিডিতে উল্লেখ করা হয়, ‘এই মর্মে জানাচ্ছি যে, আমি গত ২০১৬ সালের জুনে Hi sk Films int I SKfilmsint 7712 ৭৭১২ খুলি। বিবাদী অপু বিশ্বাস (৩৫) ও জাহিদুল ইসলাম অপু (৩০) গত ২৯/০৮/২৩ ইং আনুমানিক ৭টায় আমার ইউটিউব চ্যানেল হ্যাক করেন। গত ৩১/০৮/২৩ ইং তারিখ সকাল ৮টার সময় ২ নম্বর বিবাদী ১ নম্বর বিবাদীর সঙ্গে কথা বলিয়ে দেবে বলে জানান।’

[৭] আরও উল্লেখ করা হয়, ‘পরে ২ নম্বর বিবাদীর সঙ্গে মোবাইলে কথা বললে ১০০০০০ টাকা দাবি করেন। এ টাকা দিলে আমার ইউটিউব চ্যানেল দিয়ে দেবে, টাকা না দিলে ফেরত দেবে না বলে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করেন। বিষয়টি সাইবার ক্রাইম শাখায় কথা বলে সাধারণ ডায়েরি করা হলো।’ সম্পাদনা: তারিক আল বান্না

এসসিডি/টিএবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়