শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:২৮ বিকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার বিয়ে 

১০০ নিরাপত্তারক্ষী মোতায়েন, সজাগ পুলিশ

শিমুল চৌধুরী ধ্রুব: [২] নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। তার হবু বর রাঘব চাড্ডা আম আদমি পার্টির নেতা ও সংসদ সদস্য। রোববার (২৪ সেপ্টেম্বর) রাজস্থানের উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানা গেছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে উদয়পুরের উদ্দেশ্যে দিল্লি ছাড়েন পরিণীতি-রাঘব। সূত্র: ইন্ডিয়া টুডে

[৩] ২৪ সেপ্টেম্বর উদয়পুরের হোটেল লীলা প্যালেসে বসবে বিয়ের আসর। পুরোদমে চলছে রাজকীয় প্রস্তুতি। রাঘব বরযাত্রী নিয়ে সজ্জিত একটি নৌকায় দ্য লীলা প্যালেসে পৌঁছাবেন বলে জানা গেছে। আর এই বিয়েকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় হয়েছে। বিয়ের ভেন্যুতে ১০০ জন নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। সূত্র: হিন্দুস্থান টাইমস

[৪] হোটেল লীলার পাশে অবস্থিত পিচোলা লেক। এই লেকের মাঝখানে তৈরি করা হয়েছে বিয়ের মঞ্চ। এর চারপাশে পাঁচটি নৌকা ভর্তি থাকবে নিরাপত্তারক্ষী। এমনকি বিয়ের গোপনীয়তা রক্ষার জন্য হোটেল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করা হয়েছে। হোটেলের স্টাফ ব্যতীত আগত অতিথিদের স্ক্যান করে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে। 

[৫] বিয়ের ছবি ভিডিও যাতে ফাঁস না হয় সেজন্যও করা হয়েছে ব্যাপক পরিকল্পনা। বিয়েথে আগত অতিথিদের মোবাইল ফোন নীল রঙের টেপ দিয়ে মোড়ানো হবে। কেউ এটি সরিয়ে ফেললে, একটি তীর চিহ্ন দেখা যাবে। এতেই নিরাপত্তারক্ষীরা বুঝতে পারবেন ফোনের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। অতিথি ছাড়াও হোটেলের স্টাফ, সাজসজ্জাকর্মী, সাউন্ড সিস্টেম কর্মী, শেফদের ক্ষেত্রেও একই নিয়ম প্রয়োগ করা হবে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

[৬] পরিণীতি চোপড়া-রাঘবের বিয়ে উপলক্ষে শহরে নিরাপত্তা বৃদ্ধি করেছে স্থানীয় পুলিশ। বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া শহরের ১৫টি স্থানে বসানো হয়েছে চেক পয়েন্ট।

[৭] বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় উদয়পুরে পৌঁছাবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তা ছাড়াও অন্যান্য রাজনীতিবিদরা বিয়েতে অংশ নেবেন। পরিণীতির বিয়েতে যোগ দেবেন তার চাচাতো বোন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, করন জোহর, মনীষ মালহোত্রা, টেনিস তারকা সানিয়া মির্জা প্রমুখ। সম্পাদনা: তারিক আল বান্না

এসসিডি/টিএবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়