শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:৫৪ বিকাল
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রদ্ধা-ভালোবাসায় নির্মাতা সালাহউদ্দীন জাকীকে চিরবিদায়

শিমুল চৌধুরী ধ্রুব: [২] একুশে পদকপ্রাপ্ত নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকীকে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তার মরদেহ নেওয়া হলে বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠন শ্রদ্ধা জানায়। এ সময় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এবং নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ছাড়াও চিলড্রেন ফিল্ম সোসাইটি, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ গ্রাম থিয়েটারসহ বেশ কিছু সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। সূত্র: চ্যানেল আই

[৩] এরপর বিকাল পৌনে ৩টার দিকে তার মরদেহ নেওয়া হয় চ্যানেল আইয়ের কার্যালয়ে। এর আগে জোহরের নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদে গুণী এ নির্মাতার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বিকাল সোয়া ৩টায় চ্যানেল আই প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। তার এ জানাজায় অংশ নেন সংস্কৃতিজনেরা।

[৪] চ্যানেল আই চত্তরে শেষবারের মতো এ নির্মাতাকে দেখতে ছুটে আসেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, আফসানা মিমি প্রমুখ। এছাড়াও তাকে পরিচালক সমিতির পক্ষ থেকে এখানে শ্রদ্ধা নিবেদন করেন পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, অপূর্ব রানা, প্রযোজক খোরশেদ আলম খসরু প্রমুখ।

[৫] সেখানে শ্রদ্ধা নিবেদন ও জানাজা শেষে নির্মাতার মরদেহ নেওয়া হয় রাজধানীর আজিমপুর কবরস্থানে। সেখানেই বাবা-মায়ের কবরে গুণী এ নির্মাতাকে দাফন করা হয়।

[৬] গত সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দীন জাকী। সম্পাদনা: ইমরুল শাহেদ

এসসিডি/আইএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়