শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:১৪ দুপুর
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মেঘনা কন্যা’র প্রিমিয়ার হবে টরন্টো উৎসবে

শিমুল চৌধুরী ধ্রুব: [২] উত্তর আমেরিকায় অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সিনেমার আসর বসে কানাডার টরন্টোতে। ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফ্যাস্টিভ্যাল অব সাউথ এশিয়া’ (আইএফএফএসএ) শিরোনামের উৎসবটির এবারের আসর শুরু হতে যাচ্ছে আগামী ১২ অক্টোবর। যা চলবে ২২ অক্টোবর পর্যন্ত। সূত্র: আইএফএফএসএ টরন্টোর ওয়েব সাইট

[৩] এবারের উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র ‘মেঘনা কন্যা’। ১৫ অক্টোবর টরন্টোর স্থানীয় মাল্টিপ্লেক্সে হবে ছবিটির প্রথম প্রদর্শনী। মূলত এই প্রদর্শনীর মাধ্যমেই ছবিটিকে উন্মুক্ত করার প্রক্রিয়া শুরু হবে বিশ্বজুড়ে। এমনটাই জানিয়েছেন নির্মাতা ফুয়াদ চৌধুরী।

[৪] ব্যক্তি দ্বন্দ্বের কঠিন বিষয়কে অত্যন্ত সাবলীল উপায়ে সরল গল্পের মাধ্যমে সিনেমায় তুলে ধরেছেন নির্মাতা। এ প্রসঙ্গে ফুয়াদ চৌধুরী বলেন, ‘ডকুফিকশনের কাজ করতে গিয়ে এমন অনেক গল্পের মুখোমুখি হয়েছি, যেগুলো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ছাড়া বলা সম্ভব না। ‘মেঘনা কন্যা’ তেমনই একটা গল্প। নারী পাচারের মতো একটি কঠিন বিষয়কে একদিকে যেমন দর্শকের সামনে উপস্থাপন করছি; একই সাথে গ্রামীণ পটভূমিতে বলা এ গল্পে রয়েছে দর্শকদের জন্য পর্যাপ্ত বিনোদন।’

[৫] ‘মেঘনা কন্যা’র চিত্রনাট্য রচনা করেছেন ফাহমিদুর রহমান ও আহমেদ খান হীরক। এতে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, সেমন্তি দাস সৌমি, সাজ্জাদ হোসাইন প্রমুখ। সংগীতায়োজনে রয়েছেন চিরকুটখ্যাত সুমী। এ ছবিটি প্রযোজনা করেছেন কাজী সাইফুল ইসলাম ও আনোয়ার আজাদ। সম্পাদনা: তারিক আল বান্না

এসসিডি/টিএবি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়