শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ০৮ জুন, ২০২৩, ০৫:৪৮ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৩, ০৫:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরীমণির বিরুদ্ধে মাদক মামলা বাতিল চেয়েছেন আইনজীবীরা

শিমুল চৌধুরী ধ্রুব: পরীমণির বাসা থেকে জব্দকৃত ৭ বোতল মদ আইনশৃঙ্খলা বাহিনী সঙ্গে নিয়ে গিয়েছিল, এমন যুক্তিসহ মামলার এজাহার ও চার্জশিটের গড়মিলের মতো চার কারণ তুলে ধরে চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে দায়ের করা মাদক মামলা বাতিল চেয়েছেন তার আইনজীবীরা। বিচারপতি মোস্তফা জামান ইসলামের দ্বৈত বেঞ্চে বৃহস্পতিবার (৮ জুন) মামলা বাতিল সংক্রান্ত রুলের শুনানি শুরু হয়। এসময় আইনজীবীরা চারটি যুক্তি উপস্থাপন করে এ মামলা বাতিল চেয়েছেন। সূত্র: যমুনা টিভি

শুনানিতে পরীমণির আইনজীবীরা বলেন, আটকের ২৩ ঘণ্টা পর তার বিরুদ্ধে মামলা করা হয়, যা অবিশ্বাস্য। জব্দকৃত মাদকে অ্যালকোহলের মাত্রা ৪০ শতাংশ বলা হলেও কেমিক্যাল রিপোর্টে বলা হয় ১১ থেকে ১২ শতাংশ। এছাড়া তার গাড়িতে মাদক আনা-নেওয়া হয়, সে বিষয়টিও গ্রহণযোগ্য নয় বলে দাবি করেন তার আইনজীবীরা। সূত্র: সময় টিভি

অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ২০২০ সালের জুনে মাদক সেবনের লাইসেন্সের মেয়াদ শেষ হয় পরীমণির। ঘটনাটি ঘটেছে একবছরেরও বেশি সময় পর। এক্ষেত্রে উদ্দেশ্যপ্রণোদিত মামলা বলার সুযোগ নেই। এসব যুক্তি-তর্ক উপস্থাপনের পর আগামী ১৫ জুন দিন পরবর্তী শুনানির জন্য ধার্য করেছেন হাইকোর্ট। 

উল্লেখ্য, ২০২১ সালের ৪ আগস্ট পরীমণির বনানীর বাসায় অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেসময় এই অভিনেত্রীর বাসা থেকে মাদক উদ্ধারের দাবি করে তারা। পরে মাদক মামলায় পরীমণিকে গ্রেপ্তার করা হয়। সম্পাদনা: মাজহারুল ইসলাম

এসসিডি/এমআই/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়