মনিরুল ইসলাম: জাসাস আহবায়ক হাছনরাজা খ্যাত নায়ক হেলাল খান অসুস্থ। পা ভেঙ্গে বাসায় চিকিৎসা নিচ্ছেন।
সোমবার বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সাংগঠনিক কাজ শেষে সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে গিয়ে পা মচকে যায়। তাকে ধরাধরি করে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে গেলে পা ফ্র্যাকচার হয়েছে বলে জানান।
জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বর্তমানে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন। তার আশু রোগ মুক্তি কামনা করেছে জাসাস কেন্দ্রীয় কমিটি।
এদিকে, জাসাস আহবায়কের অসুস্থের খবরে জাসাস নেতাকর্মীরা তার খোঁজ খবর নিচ্ছেন বলে পারিবারিকসূত্রে জানা গেছে। পারিবারিক সদস্যরা তার আশু রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন।