শিরোনাম
◈ ফলকার টুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট ◈ ভোলায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার, অভিযুক্ত নেতারা দল থেকে বহিষ্কৃত ◈ মুরাদনগরে মাদককারবারির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা, একজন গুরুতর আহত ◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার ◈ বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় ◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ০৪ জুন, ২০২৩, ০৭:১৬ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৩, ০৭:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদে শাকিব নয়, মাহফুজের সঙ্গে আসছেন বুবলী

শিমুল চৌধুরী ধ্রুব: গত ঈদুল ফিতরে দেশব্যাপী মুক্তি পায় ‘লিডার: আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রটি। এর মাধ্যমে চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে প্রেক্ষাগৃহের পর্দায় এসেছিলেন অভিনেত্রী শবনম বুবলী। কিন্তু আসন্ন ঈদুল আজহায় বুবলীর সঙ্গে দেখা যাবে না শাকিবকে। এবার অভিনেত্রীর সঙ্গে জুটি বেধে পর্দায় আসছেন আলোচিত অভিনেতা মহফুজ আহমেদ। তারা জুটি বেধেছেন চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ সিনেমায়। ইতোমধ্যে সংশ্লিষ্ট টিমের সঙ্গে প্রচারণায় নেমেছেন তারা। বিষয়টি সামাজিক মাধ্যম ফেসবুকে জানিয়েছেন বুবলী নিজেই।

এদিকে শুক্রবার রাজধানীর একটি রেস্তোরাঁয় একটি লাইভ আড্ডায় মেতে ওঠে ‘প্রহেলিকা’ টিম। সেখানে পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘আমার সিনেমার গল্পই সুপারস্টার। দর্শকের জন্যই আমি কাজ করি। ঈদে ‘প্রিয়তমা’, ‘অন্তর্জাল’সহ অনেক ভালো সিনেমা আসছে। আমরা সব সিনেমা দেখব। এর পাশে ‘প্রহেলিকা’ সিনেমাও দেখব।’

মাহফুজ আহমেদ বলেন, ‘দীর্ঘ চার বছর পর ‘প্রহেলিকা’ সিনেমার মাধ্যমে নতুন সিনেমা নিয়ে ফিরেছি আমি। এটা হলো মনের মানুষ খোঁজার গল্প। বুবলীকে খুবই সময় সচেতন শিল্পী হিসেবে আমার পাশে পেয়েছি। আশা করি ভালো কিছু পাবে দর্শক।’

শবনম বুবলী বলেন, ‘আমরা অন্যরকম একটি আড্ডা দিতে এসেছি। আপনাদের সঙ্গে আড্ডা দিতে এসেছি। আমরা শুধু ‘প্রহেলিকা’ সিনেমা নিয়ে আড্ডা দেব। একটা ভালো সিনেমা করেছি। বলব না বিশাল কিছু বানিয়ে ফেলেছি। আপনারা গণমাধ্যমের বন্ধুরা আমাদের সবচেয়ে বড় শক্তি। আশা করি আপনাদের পাশে পাব।’

সিনেমাটির প্রথম গান ‘মেঘের নৌকা’ এরই মধ্যে আলোচিত হয়েছে। গানটি গেয়েছেন ইমরান ও কোনাল। গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল। জামাল হোসেন ও রঙ্গন মিউজিক প্রযোজিত এ সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ, সাবিহা জামান প্রমুখ। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এসসিডি/এসএইচবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়