শিরোনাম
◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ ◈ পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস! ◈ জুমার নামাজের পর বড় কর্মসূচির ঘোষণা হাসনাতের, উত্তাল যমুনা, তৈরি হচ্ছে মঞ্চ ◈ যমুনার সামনে এখনো চলছে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ◈ আমি তো বাড়িতেই ছিলাম, আমি তো পালাইনি, গ্রেপ্তার করার সময় বলেছেন আইভী ◈ পাকিস্তান-ভারত যুদ্ধ যেন পারমাণবিক যুদ্ধে পরিণত না হয়: যুক্তরাষ্ট্র ◈ পাক-ভারত সংঘাতের কার‌ণে ‌পিএসএল পাকিস্তান থেকে সরে গেলো আরব আ‌মিরা‌তে 

প্রকাশিত : ০৪ জুন, ২০২৩, ০২:২৫ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৩, ০২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ক্যান্ডাল ফাঁসের ঘটনায় রাজের পরিবারকে দুষলেন পরী

শিমুল চৌধুরী ধ্রুব: অভিনেতা শরিফুল রাজের ফেসবুক আইডি থেকে সোমবার (২৯ মে) দিবাগত রাতে কয়েকটি স্থিরচিত্র ও ভিডিও ফাঁস হয়। সেখানে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষিকে ‘অস্বাভাবিক’ অবস্থায় দেখা গেছে। কথাবার্তায়ও ছিল আপত্তিকর ভাষা।

নিজের আইডি থেকে ছবি-ভিডিও ছড়ালেও কীভাবে ছড়িয়েছে তা জানেন না বলে দাবি করেছেন রাজ। এমনকি ফেসবুক আইডি হ্যাক হয়নি বলেও জানিয়েছেন তিনি। এর চেয়েও অবাক বিষয় হচ্ছে- এসব ভিডিও ফুটেজ নাকি রাজের কাছে নেই! এমনটাই বলছেন এই অভিনেতা। সূত্র: চ্যানেল ২৪

প্রশ্ন উঠেছে তাহলে কে ফাঁস করলো এই ছবি-ভিডিও? ভুক্তভোগী অভিনেত্রীরাও ইতোমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন। সুনেরাহ বিনতে কামাল ও তানজিন তিশা মামলা করবেন বলেও গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে জানিয়েছেন। এ প্রসঙ্গে রাজ বলেছেন, এ ঘটনায় মামলা হোক। মামলার তদন্তে যার নাম আসবে, তা তিনি মেনে নেবেন। সবাই তখন দেখবে, ঘটনাটি কে ঘটিয়েছে। সূত্র: বাংলা নিউজ ২৪

এবার এ ঘটনার জন্য রাজের পরিবারের কোনো এক সদস্যকে দোষারোপ করছেন অভিনেত্রী পরীমণি। তবে কোন সদস্য তা তিনি বলেননি। এ বিষয়ে পরীমণি জানান, তিনিও চান মামলা হোক। কারণ, মামলা হলে তদন্ত হবে। সঠিক তথ্য বের হয়ে আসবে।

রাজ-পরীর চলমান দাম্পত্য কলহের কারণে এ ঘটনায় অনেকেই আঙ্গুল তুলছেন পরীমণির দিকে। এ বিষয়ে তিনি বলেন, ‘অনেকে হয়তো আমাকে সন্দেহ করছে। কিন্তু আমি কি পাগল? এসব প্রকাশ করতে যাব। তবে আমি শতভাগ নিশ্চিত, সঠিক তদন্ত হলে এমন একজনের নাম আসবে, শুনলে সবাই অবাকই হবে।’ সূত্র: আরটিভি অনলাইন

সেই ব্যাক্তির নাম প্রকাশ না করে পরী বলেন, ‘শুধু এতটুকুই বলি, সে রাজেরই পরিবারের কেউ। মনে রাখবেন, কোনো কিছুই গোপন থাকে না। একদিন না একদিন সত্য বের হবেই।’ সম্পাদনা: রাশিদ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়