শিরোনাম
◈ উখিয়া–টেকনাফ সীমান্ত দিয়ে আবারও ২৪ রোহিঙ্গার অনুপ্রবেশ, বাড়ছে স্থানীয়দের উদ্বেগ ◈ বাংলাদেশি ব‌লে গালি দিয়ে বাংলাভাষী ভারতীয় মুসলিম তাড়ানোয় হতাশা ওড়িশায় ◈ শতভাগ ফিট না হলে নেইমার-ভিনিসুসদের বিশ্বকাপ খেলা হবে না  ◈ দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের সবচেয়ে বড় শক্তি: তারেক রহমান ◈ আগামী ৮ জুলাই শুরু হ‌বে লঙ্কা প্রিমিয়ার লিগ ◈ জুলাই অভ্যুত্থানে শহীদ–আহতদের জন্য ২,১০৬ কোটি টাকার আবাসন প্রকল্প অনুমোদন, বাস্তবায়ন নিয়ে শঙ্কা ◈ সি‌লে‌টে নয়, ঢাকা পর্ব দি‌য়ে শুরু হচ্ছে বিপিএল ◈ মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালে বাড়ানো হলো নিরাপত্তা ◈ মোদির শুভেচ্ছায় কৃতজ্ঞতা জানালো বিএনপি ◈ রাঙ্গামাটিতে কয়েক সেকেন্ডের মাঝারি ভূকম্পন অনুভূত

প্রকাশিত : ০৪ জুন, ২০২৩, ০২:২৫ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৩, ০২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ক্যান্ডাল ফাঁসের ঘটনায় রাজের পরিবারকে দুষলেন পরী

শিমুল চৌধুরী ধ্রুব: অভিনেতা শরিফুল রাজের ফেসবুক আইডি থেকে সোমবার (২৯ মে) দিবাগত রাতে কয়েকটি স্থিরচিত্র ও ভিডিও ফাঁস হয়। সেখানে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষিকে ‘অস্বাভাবিক’ অবস্থায় দেখা গেছে। কথাবার্তায়ও ছিল আপত্তিকর ভাষা।

নিজের আইডি থেকে ছবি-ভিডিও ছড়ালেও কীভাবে ছড়িয়েছে তা জানেন না বলে দাবি করেছেন রাজ। এমনকি ফেসবুক আইডি হ্যাক হয়নি বলেও জানিয়েছেন তিনি। এর চেয়েও অবাক বিষয় হচ্ছে- এসব ভিডিও ফুটেজ নাকি রাজের কাছে নেই! এমনটাই বলছেন এই অভিনেতা। সূত্র: চ্যানেল ২৪

প্রশ্ন উঠেছে তাহলে কে ফাঁস করলো এই ছবি-ভিডিও? ভুক্তভোগী অভিনেত্রীরাও ইতোমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন। সুনেরাহ বিনতে কামাল ও তানজিন তিশা মামলা করবেন বলেও গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে জানিয়েছেন। এ প্রসঙ্গে রাজ বলেছেন, এ ঘটনায় মামলা হোক। মামলার তদন্তে যার নাম আসবে, তা তিনি মেনে নেবেন। সবাই তখন দেখবে, ঘটনাটি কে ঘটিয়েছে। সূত্র: বাংলা নিউজ ২৪

এবার এ ঘটনার জন্য রাজের পরিবারের কোনো এক সদস্যকে দোষারোপ করছেন অভিনেত্রী পরীমণি। তবে কোন সদস্য তা তিনি বলেননি। এ বিষয়ে পরীমণি জানান, তিনিও চান মামলা হোক। কারণ, মামলা হলে তদন্ত হবে। সঠিক তথ্য বের হয়ে আসবে।

রাজ-পরীর চলমান দাম্পত্য কলহের কারণে এ ঘটনায় অনেকেই আঙ্গুল তুলছেন পরীমণির দিকে। এ বিষয়ে তিনি বলেন, ‘অনেকে হয়তো আমাকে সন্দেহ করছে। কিন্তু আমি কি পাগল? এসব প্রকাশ করতে যাব। তবে আমি শতভাগ নিশ্চিত, সঠিক তদন্ত হলে এমন একজনের নাম আসবে, শুনলে সবাই অবাকই হবে।’ সূত্র: আরটিভি অনলাইন

সেই ব্যাক্তির নাম প্রকাশ না করে পরী বলেন, ‘শুধু এতটুকুই বলি, সে রাজেরই পরিবারের কেউ। মনে রাখবেন, কোনো কিছুই গোপন থাকে না। একদিন না একদিন সত্য বের হবেই।’ সম্পাদনা: রাশিদ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়