শিরোনাম
◈ ডায়াবেটিস, স্থূলতা ও হৃদ্‌রোগ থাকলে অভিবাসীদের ভিসা নাও দেওয়া হতে পারে: ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের

প্রকাশিত : ০৪ জুন, ২০২৩, ০২:২৫ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৩, ০২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ক্যান্ডাল ফাঁসের ঘটনায় রাজের পরিবারকে দুষলেন পরী

শিমুল চৌধুরী ধ্রুব: অভিনেতা শরিফুল রাজের ফেসবুক আইডি থেকে সোমবার (২৯ মে) দিবাগত রাতে কয়েকটি স্থিরচিত্র ও ভিডিও ফাঁস হয়। সেখানে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষিকে ‘অস্বাভাবিক’ অবস্থায় দেখা গেছে। কথাবার্তায়ও ছিল আপত্তিকর ভাষা।

নিজের আইডি থেকে ছবি-ভিডিও ছড়ালেও কীভাবে ছড়িয়েছে তা জানেন না বলে দাবি করেছেন রাজ। এমনকি ফেসবুক আইডি হ্যাক হয়নি বলেও জানিয়েছেন তিনি। এর চেয়েও অবাক বিষয় হচ্ছে- এসব ভিডিও ফুটেজ নাকি রাজের কাছে নেই! এমনটাই বলছেন এই অভিনেতা। সূত্র: চ্যানেল ২৪

প্রশ্ন উঠেছে তাহলে কে ফাঁস করলো এই ছবি-ভিডিও? ভুক্তভোগী অভিনেত্রীরাও ইতোমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন। সুনেরাহ বিনতে কামাল ও তানজিন তিশা মামলা করবেন বলেও গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে জানিয়েছেন। এ প্রসঙ্গে রাজ বলেছেন, এ ঘটনায় মামলা হোক। মামলার তদন্তে যার নাম আসবে, তা তিনি মেনে নেবেন। সবাই তখন দেখবে, ঘটনাটি কে ঘটিয়েছে। সূত্র: বাংলা নিউজ ২৪

এবার এ ঘটনার জন্য রাজের পরিবারের কোনো এক সদস্যকে দোষারোপ করছেন অভিনেত্রী পরীমণি। তবে কোন সদস্য তা তিনি বলেননি। এ বিষয়ে পরীমণি জানান, তিনিও চান মামলা হোক। কারণ, মামলা হলে তদন্ত হবে। সঠিক তথ্য বের হয়ে আসবে।

রাজ-পরীর চলমান দাম্পত্য কলহের কারণে এ ঘটনায় অনেকেই আঙ্গুল তুলছেন পরীমণির দিকে। এ বিষয়ে তিনি বলেন, ‘অনেকে হয়তো আমাকে সন্দেহ করছে। কিন্তু আমি কি পাগল? এসব প্রকাশ করতে যাব। তবে আমি শতভাগ নিশ্চিত, সঠিক তদন্ত হলে এমন একজনের নাম আসবে, শুনলে সবাই অবাকই হবে।’ সূত্র: আরটিভি অনলাইন

সেই ব্যাক্তির নাম প্রকাশ না করে পরী বলেন, ‘শুধু এতটুকুই বলি, সে রাজেরই পরিবারের কেউ। মনে রাখবেন, কোনো কিছুই গোপন থাকে না। একদিন না একদিন সত্য বের হবেই।’ সম্পাদনা: রাশিদ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়