শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ০১ জুন, ২০২৩, ০২:২০ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৩, ০২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গজলশিল্পী মেসবাহ আহমেদের একক গজল সন্ধ্যা ৯ জুন, পাবেন সংবর্ধনা 

গজলশিল্পী মেসবাহ আহমেদ

মনিরুল ইসলাম: বাংলাদেশের গজল অঙ্গনের এক জনপ্রিয় নাম  গজলশিল্পী মেসবাহ আহমেদ। নিজস্ব মৌলিকত্ব নিয়ে গজলকে করেছেন জয়। প্রশংসিত হয়েছে দেশে- বিদেশে।সম্প্রতি  ভারতের ঐতিহ্যবাহী আন্তর্জাতিক গজল সম্মেলনে যোগ দিয়ে বয়ে এনেছেন  দেশের  সুনাম।

এবার রাজধানীর মতিঝিলের ইয়র্ক মিলনায়তনে আগামী ৯ জুন (শুক্রবার), সন্ধ্যা ৭ টায় তার একক গজল সন্ধ্যার আয়োজন করা হয়েছে। এতে গজল পরিবেশন করবেন মেসবাহ আহমেদ।

গজল সন্ধার আয়োজনে রয়েছে ‘বাংলাদেশ ৮৮’। এটি ১৯৮৮ সালে এসএসসি পাস করা বন্ধুদের একটি প্লাটফর্ম। যারা বন্ধুদের সুখে-দুঃখে সবসময় পাশে থেকে বিভিন্ন চ্যারিটিমুলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে । অনুষ্ঠানে ‘বাংলাদেশ ৮৮’-এর সহপাঠী বন্ধুরা গজলশিল্পী মেসবাহ আহমেদকে দেওয়া হবে  সংবর্ধনা বলে আয়োজকরা জানিয়েছেন। 

মেসবাহ আহমেদ বাংলাদেশের একমাত্র গজলশিল্পী, যিনি উপমহাদেশের প্রখ্যাত গজল ব্যক্তিত্ব জগজিত্ সিংয়ের শিষ্য। দেশসেরা শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ ওস্তাদ নিয়াজ মুহাম্মদ চৌধুরীও তার গুরু। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে এই শিল্পী সঙ্গীতের এই অভিজাত ধারাটি দর্শকদের কাছে পৌঁছে দিচ্ছেন।

সম্প্রতি মেসবাহ আহমেদ ভারতের ঐতিহ্যবাহী আন্তর্জাতিক গজল সম্মেলনে যোগ দিয়ে দেশে ফিরেছেন। মুম্বাই অনুষ্ঠিত ‘খাজানা ফেস্টিভ্যাল’ শীর্ষক সপ্তাহব্যাপী এই সম্মেলনে গত ৭ মে তিনি গজল পরিবেশন করেন। মেসবাহ আহমেদ ছাড়াও ওই গজল সম্মেলনে পারফর্ম করেছেন হরিহরন, অনুপ জালোটা, পঙ্কজ উদাস, তালাত আজিজ, অনুরাধা পাডোয়াল, চন্দন দাস, আবিদা পারভীন, প্রতিভা সিংসহ ভারত-পাকিস্তানের খ্যাতিমান গজলশিল্পীরা।

এমআই/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়