শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ৩১ মে, ২০২৩, ১১:৪৪ রাত
আপডেট : ৩১ মে, ২০২৩, ১১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী ঈদুল আজহায় ১১ ছবি মুক্তির আলোচনায়

মনিরুল ইসলাম: ঈদুল ফিতরের ( রমজানের ঈদ) মতো ঈদুল আজাহায়ও( কোরবানির ঈদ)  বেশী সংখ্যক ছবি মুক্তি পাবে বলে আভাস পাওয়া যাচ্ছে।  ছবির নাম দেখে মনে হচ্ছে, ঈদুল ফিতরকেও ছাড়িয়ে যাবে এই সংখ্যা।

বুকিং এজেন্ট সংশ্লিষ্ট  সূত্রে জানা গেছে  ১১টি ছবি মুক্তির  আলোচনায় রয়েছে। ছবিগুলো হলো, 
‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’, ‘অন্তর্জাল’, ‘লাল শাড়ি’, ‘প্রহেলিকা’, ‘ক্যাসিনো’, ‘কাগজের বউ’ ‘রিভেঞ্জ’ ‘জিম্মি’, ‘ইব্রাহীম’ ও ‘গ্যাংস্টার’।

ঈদে এবার ‘প্রিয়তমা’ নিয়ে আসছেন শাকিব খান। ছবির হিমেল আশরাফ বলেন, ‘প্রিয়তমা’ ফার্স্টলুক প্রকাশের পর সব জায়গা থেকে যে সাড়া পেয়েছি এবং প্রতিদিনই সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে সবার আগ্রহ দেখছি, বিশেষ করে হলমালিকেরাও যেভাবে নিয়মিত খোঁজখবর নিচ্ছেন, তাতে আমি মনে করি না প্রেক্ষাগৃহ নিয়ে ভাবতে হবে। সংখ্যায় কত হল পাবে, এটা প্রযোজকের সিদ্ধান্ত। আমি চাই, যেখানে প্রদর্শনের ব্যবস্থা ও পরিবেশ ভালো, সেখানেই ‘প্রিয়তমা’ চলবে।

 ‘ক্যাসিনো’র পরিচালক সৈকত নাসির বললেন, ‘আমাদের ছবি অবশ্যই ঈদে আসবে । প্রযোজকের আগ্রহেই আমাদের এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। তবে এটাও ঠিক, দেশে যে পরিমাণ সিনেমা হল আছে, তাতে এতগুলো ছবির মুক্তি মোটেও কাম্য নয়।

 ‘অন্তর্জাল’ ছবির পরিচালক দীপংকর দীপন ঈদে এত ছবির কথা শুনে বললেন, বাংলাদেশের মতো এত বড় একটা দেশে কার্যকর প্রেক্ষাগৃহ রয়েছে ৭০-৮০টি। তিন-চারটির বেশি ছবি মুক্তি না হওয়াই ভালো। বেশি হওয়াতে সব সিনেমারই ক্ষতি হবে।
 
পরিচালক চয়নিকা চৌধুরী  জানালেন, প্রহেলিকা’ ঈদেই আসবে। এত ছবি মুক্তির খবরে খানিকটা চিন্তিত এই ছবির নায়ক মাহফুজ আহমেদ, এত কষ্ট, এত পরিশ্রম করে একজন অভিনয়শিল্পী অভিনয় করেন, দর্শকের কাছে ছবিটা ভালোভাবে না পৌঁছালে অভিনয়শিল্পী হিসেবে খুব কষ্টের। তবে এটা বলতে চাই, ‘প্রহেলিকা’ অসাধারণ গল্পের ছবি, একেবারেই মৌলিক গল্প। দর্শক একবার দেখলে ছবিটি  তাঁদের ভালো লাগা তৈরি হবে।

’সুড়ঙ্গ’ দিয়ে টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর বড় পর্দায় অভিষেক ঘটছে। আলফা আই স্টুডিওজ ও চরকি প্রযোজিত ছবিটির পরিচালক রায়হান রাফি বললেন, ‘মহরতের সময়ই বলেছিলাম, ঈদে আসব, সেভাবেই আমরা তৈরি হয়ে এসেছি। ঈদ তো সবার জন্য ওপেন। তাই যাঁরা সিনেমা নিয়ে কনফিডেন্ট, তাঁদেরই আসা উচিত। 

এবারও ঈদে সারা দেশে বন্ধ থাকা শতাধিক প্রেক্ষাগৃহ চালু হবে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন। তারপরও এই সময়ে ঈদে এত ছবি মুক্তির সিদ্ধান্তকে আত্মঘাতী বলে মনে করছেন সিনেমা হল মালিক নেতা।

তিনি বলেন, আমি যখন চলচ্চিত্র পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক, তখন ১ হাজার ৪০০ সিনেমা হল ছিল। সর্বোচ্চ সিনেমা মুক্তি পেয়েছিল ১৩টি। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়