শিরোনাম
◈ পাকিস্তান-ভারত যুদ্ধ যেন পারমাণবিক যুদ্ধে পরিণত না হয়: যুক্তরাষ্ট্র ◈ পাক-ভারত সংঘাতের কার‌ণে ‌পিএসএল পাকিস্তান থেকে সরে গেলো আরব আ‌মিরা‌তে  ◈ অ‌নেক ঘাম ফে‌লে চেল‌সি কনফারেন্স লিগের ফাইনালে উঠ‌লো ◈ ইউরোপা লি‌গের ফাইনা‌লে ম্যানচেস্টার ইউনাইটেড ◈ আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল ◈ ভারত বলছে তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, পাকিস্তানের অস্বীকার ◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট

প্রকাশিত : ৩০ মে, ২০২৩, ১১:৩২ রাত
আপডেট : ০১ জুন, ২০২৩, ০২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফের সংসার ভাঙছে পরীমনির!

ছবি সংগৃহীত

মনিরুল ইসলাম: ফের কালো মেঘ পরীমণির সুখের সংসারে। স্বামী শরিফুলের গোপন ভিডিও ফাঁস হতেই অন্য এক অভিনেত্রীকে হুঙ্কার পরীমণির।

এভাবেই একটি প্রতিবেদন প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণ। 

তাতে বলা হয়, মাস কয়েক আগে স্বামী শরিফুল রাজের সঙ্গে প্রায় বিচ্ছেদ হয়ে যাচ্ছিল বাংলাদেশের অভিনেত্রী পরীমণির। তবে শেষমেশ  মিটমাট করে নেন তাঁরা। এ বার ফের চর্চায় এই তারকা জুটি। শিরোনামে অভিনেত্রীর স্বামী শরিফুল রাজ। সোমবার অভিনেতার ফোন থেকে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ও তাঁর ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ক্লিপ ফাঁস হয়েছে। যদিও ঘণ্টাখানেকের মধ্যে সরিয়ে নেওয়া হয় সে সব ছবি। তবে তত ক্ষণ ভাইরাল হয়ে গিয়েছে সেই ছবি। যদিও এই ঘটনায় অভিনেত্রী সুনেরাহ দুষেছেন রাজের স্ত্রী পরীমণিকে। পাল্টা ফুঁসে উঠেছেন পরীমণিও। রীতিমতো হুঙ্কার দিয়ে বলেছেন শেষ দেখে ছাড়বেন এই ঘটনার। পাশপাশি তিনি বলেন, ‘‘আমাকে খেপালে এর পরিণতি ভাল হবে না!’’

অভিনেত্রীর স্বামীর সঙ্গে সুনেরাহের ভিডিও প্রকাশ্যে আসতেই তিনি পরীমণির দিকে আঙুল তুলেছেন। তিনি জানান, এই ভিডিয়ো বছর দশেক আগেকার। সেই সময় রাজ তাঁর ভাল বন্ধু ছিলেন। তবে পরীমণির সঙ্গে বিয়ের পর থেকে যোগাযোগ কমে যায়। তবে সম্প্রতি তাঁদের দেখা হয় একটি ডাবিং স্টুডিয়োতে। সেখানে বেশ কয়েকটি ছবি তোলেন তাঁরা। সেই দেখেই নাকি পাগল পাগল অবস্থা পরীমণির। তাই অভিনেত্রীর আশঙ্কা, রাজের প্রোফাইল থেকে তাঁর স্ত্রী পরীমণিই ছবিগুলি ছড়িয়েছেন।

এর পর আর মুখ বুজে থাকেননি শরিফুলের স্ত্রী পরীমণি। তিনি বাংলাদেশের সংবাদমাধ্যমকে বলেন, ‘‘সুনেরাহকে আমি চিনি না। আগে কখনও কথা হয়নি। আমাকে নিয়ে কেন এ হেন মন্তব্য করছে!’’

সুনেরাহের দিকে সরাসরি অভিযোগ পরীমণির তিনি নাকি রাজ ও তাঁর সংসার ভাঙানোর চেষ্টা করছেন। পরীমণি বলেন, ‘‘আমরা সংসার জীবন নিয়ে বেশ ভালই ছিলাম। কিন্তু অনেকের সেটা ভাল লাগছে না। তাই আমার সংসারের পিছনে লেগেছে।’’ যে ভিডিয়ো শরিফুল ও সুনেরাহ ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে একে অপরকে গালিগালাজ করছেন তাঁরা। সেই সূত্র ধরেই পরীমণি বলেন, ‘‘তাঁর কথা ও মাতলামি দেখেছেন? এবার বুঝুন। মানুষ মনে করে, দেশের সব মদ আমিই খাই! বাকিরা ধোয়া তুলসী পাতা। ওই মেয়ে হুমকি দিয়েছে, আইনের ভয় দেখাচ্ছে। আমিও তাকে দেখে নেব, ধৈর্যের একটা সীমা আছে! আমার মনে হয় সুনেরাহ আমার সংসারটা ভাঙার চেষ্টা করছে।

এদিকে, গত কদিন ধরে মা ছবির প্রচারে ব্যস্ত অভিনেত্রী এর মাঝে স্বামী ভিডিও  ফাঁস হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। শেষে পরীমণির বললেন,ক’দিন ধরে ছবির প্রচারের কারণে দম ফেলার সময় পাচ্ছি না। এর মধ্যে আবার উটকো ঝামেলা। আমাকে খেপালে এর পরিণাম ভাল হবে না!

  • সর্বশেষ
  • জনপ্রিয়