মনিরুল ইসলাম: সুলতানপুর সিনেমাটির নাম ছিল বর্ডার। সেন্সর বোর্ড সিনেমাটি নাম নিয়ে আপত্তি তুলেছিল। যখনই কোন সিনেমাতে সত্যি কিছু তুলে ধরা হয়, তখনি সেন্সরবোর্ড এর যতো আপত্তি। মনে হয়, সেন্সর বোর্ড চায়, সবাই যেন প্রেম ভালোবাসা বা একশন নিয়েই শুধু সিনেমা বানায়। দেশের কোন সত্যিকারের চিত্র না তুলে ধরা হয়।
এভাবেই লিখলেন এ সময়ের নায়িকা অধরা খান। আজ রোববার বিকালে তিনি তার এফবিতে এক ষ্ট্যাটাস দিয়ে নাম বদলের কারণ জানালেন।
অধরা খান ষ্ট্যাটাসে লেখেন, যেমন টা আটকে আছে শনিবার বিকেল । শনিবার বিকেল সিনেমাতে ধর্ম বিরোধী বা দেশ বিরোধী কিছু নেই। একটি সত্য ঘটনার ফিকশন মাত্র, আর এখানেই সেন্সর বোর্ডের যতো গোসসা। সেন্সর বোর্ড তেমনি গোসসা করেছিল, বর্ডারের উপর। এখানে দেখানো হয়েছে, বর্ডার এলাকায় কেন এত খুন খারাপি, এত সন্ত্রাস তার বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। সিনেমাটি ঠিকই আছে তবে নাম পরিবর্তন করা হয়েছে। যদিও সিনেমার ক্ষেত্রে নাম একটি বড় ব্যাপার ।
তিনি বলেন, বর্ডার সিনেমাটির নাম পরিবর্তন করে সুলতানপুর করা হয়েছে। সুলতানপুর একটি বর্ডার এলাকা। এই এলাকার কিছু বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে এই সিনেমার মাধ্যমে। তুলে ধরা হয়েছে, বর্ডার এলাকার সুখ দুঃখ হাসি কান্না প্রেম ভালোবাসা ও কিছু মানুষ রুপি নরপশুর রূপ। তুলে ধরা হয়েছে, এক খুনি ভণ্ড ধর্ম ব্যাবসায়ির চরিত্র।
সুলতানপুর, একটি গল্পের সিনেমা। যার গল্প সবার চেনা।
সুলতানপুর মুক্তি পাচ্ছে, ২ জুন ২০২৩ আপনার পাশের প্রেক্ষাগৃহে। আপনাদের সবাইকে সপরিবারে দেখার আমন্ত্রণ। সম্পাদনা: মারুফ হাসান