শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০৫:২৩ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৩, ০৫:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬০ বছর বয়সে বিয়ের পিঁড়িতে অভিনেতা

শিমুল চৌধুরী ধ্রুব: ভারতীয় অভিনেতা আশীষ বিদ্যার্থী দ্বিতীয়বারের মতো বিয়ে করলেন। বৃহস্পতিবার (২৫ মে) জামাইষষ্ঠীর দিনেই কলকাতায় সাত পাকে বাধা পড়েন তিনি।

পাত্রী রুপালি বড়ুয়া আসামের মেয়ে। তিনি কলকাতার একটি ফ্যাশন হাউসে কর্মরত রয়েছেন। এদিন ঘনিষ্ঠ মানুষজনের উপস্থিতিতে কোর্ট ম্যারেজ করেন আশীষ ও রুপালি। আনন্দবাজার, হিন্দুস্তান টাইমস

এর আগেও কলকাতার জামাই ছিলেন আশীষ। অভিনেত্রী-গায়িকা রাজোশি বড়ুয়াকে বিয়ে করেছিলেন তিনি। তবে সেই বিয়ে টেকেনি। এবার নতুন অধ্যায় শুরু করলেন জাতীয় পুরস্কার জয়ী এই অভিনেতা। শোনা যায়, রুপালির সঙ্গে বেশ কিছুদিন ধরেই প্রেম করছিলেন আশীষ। এতোদিন সে কথা গোপন রাখলেও এবার বিয়ে করে চমকে দিলেন সবাইকে। এবেলা

গণমাধ্যমে অভিনেতা বলেন, ‘জীবনের এই পর্যায়ে রুপালির সঙ্গে বিয়েটা একটা অসাধারণ অনুভূতি। সকালে আমাদের কোর্ট ম্যারেজ হয়েছে, তারপর সন্ধ্যায় গেট-টুগেদার।’ পাত্রীর সঙ্গে পরিচয় প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের পরিচয়টা অল্পদিনের। তবে গল্পটা লম্বা, সে গল্প পরে একদিন শোনাব। এটুকুই বলবো সবটাই ভাগ্যের খেল।’ ই-টাইমস

আশীষের প্রেমে পড়ার প্রশ্নে রুপালি বলেন, ‘উনি একজন ভালো মনের মানুষ, ওনার সঙ্গ পাওয়াটা সৌভাগ্যের।’

উল্লেখ্য, ১৯৮৬ সালে অভিনয় জীবন শুরু করেন আশীষ বিদ্যার্থী। গত চার দশকে ৩০০-এর বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। কাজ করেছেন ১১টি ভারতীয় ভাষার ছবিতে। ‘দ্রোহকাল’ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি। সম্পাদনা: তারিক আল বান্না

এসসিডি/টিএবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়