শিরোনাম
◈ বিশ্বকাপের আ‌গে  বাংলা‌দেশ দল কলম্বোতে দু‌টি প্রস্তুতি ম্যাচ খেলবে ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল

প্রকাশিত : ২২ মে, ২০২৩, ০৩:০৭ দুপুর
আপডেট : ২২ মে, ২০২৩, ০৩:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন বার্তা দিলেন বুবলী

বুবলী

শিমুল চৌধুরী ধ্রুব: সামাজিক মাধ্যমে বরাবরই সক্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। ভক্ত-অনুরাগীদের উদ্দেশ্যে ব্যক্তিগত ও বিভিন্ন কাজের নিয়মিত আপডেট দিয়ে থাকেন তিনি। এবার নিজের মনের কথা ও নতুন বার্তা তুলে ধরেছেন এই অভিনেত্রী। নিজেকে সততার সঙ্গে ভালোবাসার আহ্বানও জানিয়েছেন তিনি। ডিবিসি

রোববার (২১ জুন) ফেসবুকে নিজের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন বুবলী। এই ছবির সঙ্গে ইংরেজি ভাষার একটি ক্যাপশন যুক্ত করেছেন তিনি। যার বাংলা প্রতিবাক্য দাড়ায়, ‘নিজেকে সম্পূর্ণভাবে, গভীরভাবে, সততার সঙ্গে, বিশ্বস্তভাবে এবং মহিমান্বিতভাবে ভালোবাসুন।’ ফেসবুক

উল্লেখ্য, সম্প্রতি শাকিব খান গণমাধ্যমে বুবলীর সঙ্গে সম্পর্ক নিয়ে সমালোচনা ও অপমানসূচক কথা বলেন। এ বিষয়ে বুবলিও কড়া জবাব দিয়েছেন। অবশ্য নিজেকে সামলিয়ে এ নায়িকা শাকিব খানকে সম্মান দেখিয়েই কথা বলেছেন। ওই সাক্ষাৎকারে শাকিব জানিয়েছেন, বুবলীর সঙ্গে তার সব অধ্যায় পুরোপুরি শেষ। এমনকি ভবিষ্যতে এসব নিয়ে আর কোনো কথাও বলবেন না বলে জানান তিনি। তার সেই সাক্ষাৎকারের জবাব দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন বুবলী। আরটিভি

১০মে’র ওই পোস্টে বুবলি শাকিবকে প্রশ্ন রেখে লিখেছেন, ‘মিস্টার শাকিব খান, আপনার বিশেষ কিছু সাক্ষাৎকার খুব অপরিচিত লাগে, কেমন যেন! বাস্তবে দেখা আপনার সাথে মেলে না.. আপনি কি সবসময় সজ্ঞানে কথা বলেন, নাকি অজ্ঞানেও মাঝেমাঝে কথা বলেন? নাকি আপনার হয়ে আপনার একান্ত মুখপাত্ররাও কথা বলে?’

ওই পোস্টে তিনি জানান, ছেলে শেহজাদের মুখের দিকে তাকিয়ে শাকিবকে নিয়ে অনেক কিছুই বলতে পারেননা বুবলি। কিন্তু কিছুদিন পর পর কী উদ্দেশ্যে শাকিব তার স্ত্রী (এখনও তার সঙ্গে ডিভোর্স হয়নি) এবং সন্তানের মাকে নিয়ে আপত্তিকর ইঙ্গিতপূর্ণ কথা বলেন তা নিয়ে হতাশ অভিনেত্রী।

এসএইচডি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়