শিরোনাম
◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ  ◈ ৯১ সালে জামায়াত সমর্থন না দিলে বিএনপি এ পর্যায়ে আসতো না: তাহের ◈ ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে বিএনপি কী কিছুটা বেকায়দায় পড়েছে ◈ সংসদ নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই একুশে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত ◈ মনোনয়ন নয়, দল ও দেশ বড়—মনোনয়নবঞ্চিতদের প্রতি তারেক রহমানের আহ্বান ◈ দোষী বা নির্দোষের বাইরে ইনুর বক্তব্য আমলে নেয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ◈ ট্রাম্পের নীতিতে পরিবর্তন: মানবাধিকার নয়, এখন গুরুত্ব আঞ্চলিক স্থিতিশীলতায় ◈ ডিজিটাল লেনদেনে নতুন মাইলফলক, তবে নেই প্রধান দুই প্ল্যাটফর্ম

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩, ০৬:১২ বিকাল
আপডেট : ২১ মার্চ, ২০২৩, ০৬:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাকিব বলছেন ‘ভুয়া’, কিন্তু সমিতির তালিকায় আছেন সেই প্রযোজক

শাকিব খান- রহমত উল্লাহ

শিমুল চৌধুরী ধ্রুব: নিজেকে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক দাবি করে অভিনেতা শাকিব খানের বিরুদ্ধে এক নারী সহ-প্রযোজককে ধর্ষণের অভিযোগ তুলেছেন রহমত উল্লাহ নামের অস্ট্রেলিয়া প্রবাসি এক ব্যক্তি। এর কয়েকদিন পর শাকিব খান তাকে ‘ভুয়া’ আখ্যায়িত করে বলেন, ‘এই বাটপার-প্রতারক রহমত উল্লাহ শুধু আমার সঙ্গে প্রতারণা করেনি, এই দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। আমার মনে হয়, তার পেছনে অনেক লোক জড়িত। না হলে এই রহমত উল্লাহর মতো এমন ভুয়া প্রযোজক নামধারী বাটপার, ভুয়া প্রযোজক সেজে আমার নামে বিচার চেয়েছে।’

শাকিব খান ডিবি কার্যালয়, গুলশান থানা এবং বিভিন্ন গণমাধ্যমে রহমত উল্লাহকে ভুয়া প্রযোজক দাবি করলেও প্রযোজক সমিতির নেতা খোরশেদ আলম খসরু বলছেন ভিন্ন কথা। গণমাধ্যমে তিনি বলেন, ‘শাকিব যে কথা বলেছেন, এটা ঠিক না। তিনি বলেছেন এই প্রযোজক ভুয়া, কিন্তু রহমত আমাদের সমিতির একজন সদস্য। ২০১৭ সাল থেকে তিনি নিয়মিত চাঁদা দিয়ে আসছেন।’ 

এছাড়া খোঁজ নিয়ে জানা গেছে, রহমত উল্লাহ ২০১৭ সাল থেকে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির একজন সদস্য। সমিতিতে তার নামের পাশে ‘বিদেশ বাংলা মাল্টিমিডিয়া’র প্রতিষ্ঠাতা উল্লেখ করা আছে। আর শুরু থেকেই তিনি সমিতির নিয়মিত চাঁদাও পরিশোধ করে আসছেন। শুধু তাই না, শাকিব খানের সঙ্গে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিং ও মহরতেও দেখা গেছে এই প্রযোজককে।

প্রযোজনা প্রতিষ্ঠান ভারটেক্স মিডিয়ার সঙ্গে রহমত উল্লাহর প্রযোজনা প্রতিষ্ঠান ‘সিনেফ্যাক্ট’ যুক্ত হয়ে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমাটি নির্মাণের নামে। এই প্রতিষ্ঠানে রহমত ছাড়াও যুক্ত আছেন মাহির আবেদীন এবং অ্যানি সাবরিন।

এসএইচডি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়