শিরোনাম
◈ নতুন বিপদের সতর্কতা: প্লেট লকড, জমছে শক্তি—বাংলাদেশে বড় ভূমিকম্প সময়ের ব্যাপার মাত্র ◈ ভূমিকম্পের পর সাগরের বুক চিড়ে যেভাবে জেগে উঠেছিল সেন্টমার্টিন দ্বীপ (ভিডিও) ◈ যেসব এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ◈ হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল ◈ হবু স্বামীর মৃত্যুর দেড় বছর পর সন্তানের জন্ম, মাত্র ৯টি শুক্রাণু নিয়ে ইসরাইলি চিকিৎসকের অবিশ্বাস্য সফলতা! ◈ আ. লীগের নেতাকর্মী ও সমর্থকরা কাকে ভোট দিবেন, নানা অলোচনা ◈ উগান্ডাকে হারিয়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালে ভারত ◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৩, ১১:৫১ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০২৩, ০১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অক্ষয় কুমারের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

অক্ষয় কুমার

শিমুল চৌধুরী ধ্রুব: ভারতের ওড়িশার নিজ বাড়ি থেকে অক্ষয় কুমার ওরফে ডিজে অ্যাজেক্সের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন অক্ষয়। হিন্দুস্তান টাইমস

তবে আত্মহত্যার ঘটনাটি মানতে নারাজ প্রয়াত ডিজের পরিবার। তাদের অভিযোগ, অক্ষয়কে খুন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অক্ষয়ের প্রেমিকা ও এক বন্ধুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

অক্ষয়ের পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওড়িশা পুলিশ জানিয়েছে, গত শনিবার (১৮ মার্চ) রাতে নিজের রুমেই ছিলেন অক্ষয়। প্রচণ্ড ঝড়ের কবলে রাত ১০টার দিকে বিদ্যুৎ চলে যায়। সে সময় অক্ষয়কে তার রুমে ডাকতে গেলে কোনো সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তার পরিবারের সদস্যরা। এ সময় অক্ষয়কে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে দ্রুত হাসপাতালে নিয়ে যান তারা। 

অক্ষয়ের চাচা ভোলানাথ মহারানা বলেন, ‘দীর্ঘদিন ধরেই টাকার জন্য অক্ষয়কে ব্ল্যাকমেইল করছিলো তার প্রেমিকা। ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দিচ্ছিলো তাকে। ক্যারিয়ার নষ্ট হয়ে যাওয়ার ভয়ে মানসিক চাপে ছিল সে। অক্ষয়ের মোবাইলেই রয়েছে সমস্ত রহস্যের চাবিকাঠি। পুলিশকে বলেছি, ওর (অক্ষয়) মোবাইল পরীক্ষা করতে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।’

ডিজে হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন অক্ষয়। তার আসল নাম অক্ষয় কুমার হলেও তিনি ডিজে অ্যাজেক্স নামেই পরিচিত ছিলেন। তার মৃত্যুর খবরে শোকস্তব্ধ ভক্তরা। সদা হাস্যময় এই ডিজের মৃত্যুরহস্য খুঁজতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

এসএইচডি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়