শিরোনাম
◈ যাত্রাবাড়ীতে মুরগি বহনকারী গাড়ির ধাক্কায় যুবক নিহত ◈ ২০ লাখ টাকা চাঁদা দাবি, দুদক কর্মকর্তা গ্রেপ্তার ◈ রাশিয়ার বন্ধু ও নিরপেক্ষ তালিকায় বাংলাদেশ ◈ ভিসানীতিতে সরকার বা আওয়ামী লীগ নয়, বিএনপিই চাপে: তথ্যমন্ত্রী ◈ ডেঙ্গুতে গত ২৪ ঘন্টায় ১৪ জনের মৃত্যু, হাসপাতালে ২৮৬৫  ◈ যারা নির্বাচনকে বাধা ও প্রশ্নবিদ্ধ করবে ভিসানীতিতে ক্ষতিটা তাদেরই: ওবায়দুল কাদের  ◈ ভিসানীতি সরকারের ১৫ বছরের অপকর্মের ফসল: মির্জা ফখরুল  ◈ বিএনপি আসলেই নির্বাচন চায় কি না, প্রশ্ন প্রধানমন্ত্রীর ◈ খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন লাগবে: আইনমন্ত্রী ◈ উই আর ভেরি হ্যাপি: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৩, ১১:৫১ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০২৩, ০১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অক্ষয় কুমারের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

অক্ষয় কুমার

শিমুল চৌধুরী ধ্রুব: ভারতের ওড়িশার নিজ বাড়ি থেকে অক্ষয় কুমার ওরফে ডিজে অ্যাজেক্সের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন অক্ষয়। হিন্দুস্তান টাইমস

তবে আত্মহত্যার ঘটনাটি মানতে নারাজ প্রয়াত ডিজের পরিবার। তাদের অভিযোগ, অক্ষয়কে খুন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অক্ষয়ের প্রেমিকা ও এক বন্ধুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

অক্ষয়ের পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওড়িশা পুলিশ জানিয়েছে, গত শনিবার (১৮ মার্চ) রাতে নিজের রুমেই ছিলেন অক্ষয়। প্রচণ্ড ঝড়ের কবলে রাত ১০টার দিকে বিদ্যুৎ চলে যায়। সে সময় অক্ষয়কে তার রুমে ডাকতে গেলে কোনো সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তার পরিবারের সদস্যরা। এ সময় অক্ষয়কে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে দ্রুত হাসপাতালে নিয়ে যান তারা। 

অক্ষয়ের চাচা ভোলানাথ মহারানা বলেন, ‘দীর্ঘদিন ধরেই টাকার জন্য অক্ষয়কে ব্ল্যাকমেইল করছিলো তার প্রেমিকা। ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দিচ্ছিলো তাকে। ক্যারিয়ার নষ্ট হয়ে যাওয়ার ভয়ে মানসিক চাপে ছিল সে। অক্ষয়ের মোবাইলেই রয়েছে সমস্ত রহস্যের চাবিকাঠি। পুলিশকে বলেছি, ওর (অক্ষয়) মোবাইল পরীক্ষা করতে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।’

ডিজে হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন অক্ষয়। তার আসল নাম অক্ষয় কুমার হলেও তিনি ডিজে অ্যাজেক্স নামেই পরিচিত ছিলেন। তার মৃত্যুর খবরে শোকস্তব্ধ ভক্তরা। সদা হাস্যময় এই ডিজের মৃত্যুরহস্য খুঁজতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

এসএইচডি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়