শিরোনাম
◈ ঢাকা মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত ◈ সংকট কাটিয়ে যেভাবে বিএনপির শীর্ষ নেতৃত্বে উঠে এলেন তারেক রহমান ◈ লোভে রাজনৈতিক দলের অস্তিত্ব সংকটে: হাসনাত আবদুল্লাহ’র সমাবেশে হুঁশিয়ারি (ভিডিও) ◈ দেশকে আরও স্বনির্ভর করা সম্ভব: প্রধান উপদেষ্টা ◈ ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞা, নাগরিক নজরদারি দণ্ডনীয়—নতুন টেলিযোগাযোগ অধ্যাদেশ অনুমোদিত ◈ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ও আশপাশের এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ ◈ সরকারের অবস্থান স্পষ্ট, আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রেস সচিব (ভিডিও) ◈ চূড়ান্ত সিদ্ধান্ত রুমিন ফারহানার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিলেন মনোনয়ন ◈ হাইকোর্টের আদেশে ধাক্কা, আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না ◈ ভার‌তের বিহারে মুসলমান ফেরিওয়ালাকে যেভাবে 'গণপিটুনি' দিয়ে হত্যা করা হলো

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ০২:১৫ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ০৭:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাকিব খানের মামলা নেয়নি পুলিশ

থানায় মামলা করার সময় শাকিব খান

শিমুল চৌধুরী ধ্রুব: ১৫ মার্চ শাকিব খানের বিরুদ্ধে ‘ধর্ষণ’সহ আরো বেশ কিছু অভিযোগ তোলেন প্রযোজক রহমত উল্ল্যাহ। এরপরদিন তার সঙ্গে সমঝোতা করতে গুলশানের একটি রেস্তোরায় বৈঠক করেন শাকিব। সেসময় তারা ছাড়াও আরো উপস্থিত ছিলেন অপু বিশ্বাস ও প্রযোজক খোরশেদুল আলম খসরু। ঐ বৈঠকে কোনো মীমাংসা হয়নি। তবে অভিযোগের টানা তিন দিনেও এমন গুরুতর অভিযোগ প্রসঙ্গে টু শব্দটিও করেননি তিনি।

এবার রহমত উল্ল্যাহর অভিযোগকে মিথ্যা দাবি করে ১৮ মার্চ (শনিবার) রাত সাড়ে ১১টার দিকে গুলশান মডেল থানায় মানহানির মামলা করতে যান শাকিব খান। তবে তার মামলা গ্রহণ করেনি পুলিশ। তারা এই অভিনেতাকে আদালতে মামলা করার পরামর্শ দিয়েছেন।

মামলা করতে এসে শাকিব খান দাবি করেছেন, রহমত উল্লাহ নামে যিনি ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক দাবি করছেন, তিনি আসলে এ ছবির আসল প্রযোজক নন। সিনেমাটির আসল প্রযোজক হচ্ছেন ভারটেক্স মিডিয়ার জানে আলম, যা চুক্তিপত্রেও লিখিত আছে।

থানা থেকে বের হওয়ার সময় শাকিব খান সাংবাদিকদের জানিয়েছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ পুরোপুরি মিথ্যা। এ কারণে তিনি ভুয়া প্রযোজকের বিরুদ্ধে আইনিব্যবস্থা নিচ্ছেন। প্রযোজক নামধারী এ প্রতারক যেন দেশ ছেড়ে পালাতে না পারে, সেই কারণে আইনিব্যবস্থা নিতে থানায় গেছেন তিনি।

এদিকে মামলা না নেওয়ার বিষয়ে গুলশান থানার ওসি ফরমান আলী বলেন, ‘শাকিব খান যে ধরনের অভিযোগ করতে এসেছেন, তা থানায় নয় আদালতে করতে হবে। এ ধরনের অভিযোগ থানায় নেওয়া সম্ভব না।’

তবে শাকিব খানের আইনজীবী অ্যাডভোকেট খায়রুল হাসান বলেন, ‘যেহেতু এটা কগনিজেবল অপরাধ ছিল, তিনি ইচ্ছা করলে মামলা নিতে পারতেন। কারণ এই ধরনের অভিযোগ সাধারণত থানায় রুজু করা হয়। আর যেগুলো নন কগনিজেবল অপরাধ সেগুলো আমরা আদালতে রুজু করি। কিন্তু এর পরও তিনি (ওসি) কেন মামলা নেননি, এটা তিনিই ভালো বলতে পারবেন।

এই আইনজীবী আরও বলেন, মানুষ বিপদে পড়ে থানায় যায়। আমরাও সে কারণে গিয়েছিলাম। কিন্তু থানা থেকে আমাদের অভিযোগ গ্রহণ না করে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে, আদালতে গিয়ে মামলা করার কথা বলে তিনি বেরিয়ে যান।

এসসিডি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়