নিউজ ডেস্ক: জামিনে মুক্তি পেয়ে গণমাধ্যম কর্মীদের মাহিয়া মাহি বলেন, গ্রেপ্তারের পর থেকে পুলিশ নানাভাবে আমাকে মানসিকভাবে এবং শারীরিকভাবে নির্যাতন করেন। আমি প্রেগন্যান্ট বলার পরেও পানি খেতে চাইলে প্রায় একঘণ্টা পানি দেয়নি। তবে কারাগারের ভেতরে জেলারসহ অন্যান্যরা খুব মানবিক। তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের বিতর্কিত দাবি করে শঙ্কা প্রকাশ করেন।